শেষ আপডেট: 4th November 2024 13:40
দ্য ওয়াল ব্যুরো: দেশের মাটিতেই ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার স্বীকার করেছে। তিন ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে কিউয়ি ব্রিগেড। হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় ক্রিকেট দলে। এই প্রথমবার টিম ইন্ডিয়া দেশের মাটিতে এমন লজ্জার হার স্বীকার করল।
প্রথমে বেঙ্গালুরু, তারপর পুনে, আর অবশেষে মুম্বই। তিনটে ম্যাচেই টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট যারপরনাই ফ্লপ করেছে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো ভারতীয় ক্রিকেট দলের মহারথীরা কিউয়ি বোলারদের সামনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি এই সিরিজে রোহিত শর্মার অধিনায়কত্বও একাধিক প্রশ্নের মুখে পড়েছে। রোহিতের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বইছে সমালোচনার ঝড়। রোহিতের অধিনায়কত্বে টিম ইন্ডিয়ার এমন করুণ হাল হয়েছে, যা গত ৫৫ বছরে কখনও হয়নি।
রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই প্রথমবার ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে। তিনটে ম্যাচেই টিম ইন্ডিয়ার পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক ছিল। টিম কম্বিনেশন এবং ব্যাটিং অর্ডার নিয়ে রোহিত শর্মা নিন্দুকদের তোপের মুখে পড়েছেন।
কিউয়িদের বিরুদ্ধে সিরিজ হারের পাশাপাশি রোহিত শর্মার ঝুলিতে একটি লজ্জার রেকর্ড যোগ হয়েছে। গত ৫৫ বছরে রোহিত শর্মাই ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক হিসেবে নাম লেখালেন যিনি একটি ক্যালেন্ডার বর্ষে চারবার হেরে গিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পাশাপাশি গত জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধেও হেরে গিয়েছিল।
ইতিপূর্বে ১৯৬৯ সালে নবাব পতৌদির অধিনায়কত্বে টিম ইন্ডিয়া দেশের মাটিতেই এক বছরে চারটে টেস্ট ম্যাচ হেরেছিল। পতৌদির ক্যাপ্টেন্সিতে এক টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া পরাস্ত হয়েছিল।
টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার অধিনায়কত্ব ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে। রোহিত শর্মা ২০২৪ সালে ১১ টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এরমধ্যে চারটে টেস্ট ম্যাচে পরাস্ত হয়েছে টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে সর্বাধিক টেস্ট ম্যাচ হারার পরিসংখ্যানে 'অধিনায়ক' রোহিত শর্মা দ্বিতীয় স্থানে রয়েছে। এই তালিকায় রোহিতের সামনে শুধুমাত্র রয়েছেন মনসুর আলি খান পতৌদি। তাঁর অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল ৯ টেস্ট ম্যাচে হেরে গিয়েছিল।