শেষ আপডেট: 24th October 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার খারাপ সময় যেন কিছুতেই কাটতে চাইছে না। ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। দিনের শেষে টিম ইন্ডিয়া এক উইকেট হারিয়ে ১৬ রান করেছে। আর ভারত যে উইকেটটি হারিয়েছে, সেটি অধিনায়ক রোহিত শর্মার।
ভারতীয় ক্রিকেট দলের কাছে এর থেকে খারাপ শুরুয়াত যেন আর কিছুই হতে পারত না। নিউজিল্যান্ড যেখানে ২৫৯ রানে অলআউট হয়ে গিয়েছিল, সেখানে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করেছিলেন যে রোহিতের শানিত ব্যাটে টিম ইন্ডিয়ার শুরুটা অন্তত ভাল হবে। দ্বিতীয় দিন অন্তত টিম ইন্ডিয়া হাতে ১০ উইকেট নিয়েই শুরু করতে পারবে। কিন্তু, টিম ইন্ডিয়ার ভাগ্য বিধাতা অন্য কিছুই লিখে রেখেছিলেন। আর সেকারণেই বোধহয় রোহিত শর্মা শুরুতেই ফিরে গেলেন।
বৃহস্পতিবার টিম ইন্ডিয়া যখন ব্যাট করতে নামে, সেইসময় আলো অনেকটাই কমে এসেছিল। শুরু থেকেই রোহিতকে ব্যাট হাতে যথেষ্ট অস্বস্তিতে দেখা যাচ্ছিল। প্রথম ওভারে যশস্বী টিম সাউদিকে ফেস করলেও তেমন কোনও অঘটন ঘটেনি। যদিও এই ওভারে ভারতের খাতায় কোনও রান যোগ হয়নি।
তৃতীয় ওভারে ফের বল করতে আসেন সাউদি। তৃতীয় বলে সিঙ্গল নিয়ে রোহিতকে স্ট্রাইক দেন যশস্বী। আর শেষ বলে অঘটন! বলটা মিডল এবং অফস্টাম্পের মধ্যে পড়ে। তারপর হালকা আউট সুইং হয়। সাউদির এই ডেলিভারি কার্যত বুঝতেই পারলেন না রোহিত। তিনি ডিফেন্স করতে যান। বলটা তাঁর থাই প্যাড স্পর্শ করে অফ স্টাম্পে একটা ছোট চুমু খেয়ে বেরিয়ে যায়। এই ইনিংসে রোহিত ৯ বল খেললেও কোনও রান করতে পারেননি।
দেখে নিন সেই ভিডিও:
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) October 24, 2024
আউট হওয়ার পর রোহিত যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। প্রচন্ড হতাশায় ডুবে যান তিনি। কোনওক্রমে ধীর পায়ে মাঠ ছাড়লেন। রোহিত ফিরতেই মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে।
আপাতত উইকেটে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৬) এবং শুভমান গিল। আশা করা হচ্ছে, দ্বিতীয় দিন ব্যাটিং করার জন্য উইকেট একেবারে আদর্শ হবে। এই অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া কতটা কাজে লাগাতে পারে, এখন সেটাই দেখার।