শেষ আপডেট: 4th January 2025 10:15
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট ম্যাচে খেলছেন না রোহিত শর্মা। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে সমর্থকদের একাংশ যারপরনাই অবাক হয়েছিলেন। এমনকী, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে তাঁরা অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। তবে এবার রোহিত নিজেই এই ব্যাপারে মুখ খুললেন। তাঁর উত্তর শুনে সমর্থকদের হৃদয় কার্যত ভিজে গিয়েছে।
রোহিতের কথায়, দলের স্বার্থেই তিনি সিডনি টেস্ট না খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কারণ দীর্ঘদিন ধরে তাঁর ব্যাটে রানের খরা চলছিল। আর সেকারণেই তাঁর মনে হয়েছে, তাঁর জায়গায় এমন একজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত যিনি অন্তত রান করতে পারবেন।
তবে এই সিদ্ধান্ত যে কতটা রোহিতের ব্যক্তিগত ছিল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, মেলবোর্ন টেস্ট হারের পর ভারতীয় ক্রিকেট দলের হাওয়া বেশ গরম ছিল। ইতিমধ্যে ড্রেসিংরুমের একটি ভিডিও লিক হয়ে যায়। সেখানে গৌতম গম্ভীর বলেন, 'অনেক সুযোগ দেওয়া হয়েছে। আর নয়।' কথাটা তিনি কার উদ্দেশ্যে বলেছিলেন, সেটা প্রথমে স্পষ্ট না হলেও রোহিতের অনুপস্থিতি যাবতীয় অব্যক্ত কথা পরিষ্কার করে দিয়েছে।
তবে একথা সত্যি যে গত কয়েকমাস ধরেই রোহিতের ব্যাটে রানের খরা চলছে। পাশাপাশি টেস্ট ক্রিকেটে তাঁর অধিনায়কত্ব নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ঘরের মাটিতে বাংলাদেশকে টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে হারালেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে যায়। এরপর চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতেও রোহিতের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া একটাও ম্যাচ জিততে পারেনি।তার উপরে গত ৬ ইনিংসে তিনি মাত্র ৩১ রান করেছেন। সবমিলিয়ে পরিস্থিতি যে রোহিতের বিপক্ষে গিয়েছে, তা বলা যেতেই পারে।