শেষ আপডেট: 11th January 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। চলতি বছর এই টুর্নামেন্টের আসর পাকিস্তানে বসতে চলেছে। এখনও পর্যন্ত বিসিসিআই এই টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করেনি। যদিও রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছে এই টুর্নামেন্ট কার্যত অগ্নিপরীক্ষারই সামিল। ২০১৭ সালে গত চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়েছিল। সেই টুর্নামেন্টেও খেলেছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন ছিল রোহিত-বিরাটের পারফরম্যান্স, আসুন দেখে নেওয়া যাক।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন ছিল রোহিত-বিরাটের পারফরম্যান্স?
২০১৭ সালের চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব বিরাট কোহলির হাতে ছিল। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া খেতাব জিততে না পারলেও, রোহিত শর্মা এবং বিরাট কোহলির পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া ছিল। সেইসময় বিরাটের থেকে বেশি রান করেছিলেন রোহিত শর্মা। এই টুর্নামেন্টের ৫ ম্যাচে রোহিত শর্মা মোট ৩০৪ রান করেছিলেন। তাঁর ব্যাট থেকে একটি শতরান এবং জোড়া হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছিল। এই টুর্নামেন্টের রোহিত শর্মা সর্বাধিক ১২৩ (অপরাজিত) রান করেছিলেন।
অন্য়দিকে, বিরাট কোহলিও এই টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ খেলেছিলেন। তাঁর ব্য়াট থেকে বেরিয়ে এসেছিল ২৫৮ রান। এরমধ্যে ছিল তিনটে হাফসেঞ্চুরি। সেইসময় বিরাটের সর্বাধিক রান ছিল ৯৬ নট আউট। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত এবং বিরাট কেমন পারফরম্যান্স করেন, সেদিকেই সবাইকে তাকিয়ে থাকতে হবে।
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিখর ধাওয়ান টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করেছিলেন। টুর্নামেন্টের ৫ ম্যাচে ধাওয়ান ৩৩৮ রান করেছেন। শিখরের চওড়া ব্যাট থেকে একটি শতরান এবং জোড়া হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছিলেন। যদিও বর্তমানে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন।