শেষ আপডেট: 8th November 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার টেস্ট এবং ওয়ানডে দলের ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা হামেশাই সংবাদ শিরোনামে থাকে। খেলা চলাকালীন তাঁর বেশ কয়েকটি 'গুরুমন্ত্র' সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অন্যদিকে ক্রিকেটারদের সঙ্গে মাঝেমধ্যেই বলি অভিনেত্রীদের সম্পর্কের কথা শুনতে পাওয়া যায়। কয়েকজন ক্রিকেটার তো আবার বলিউড নায়িকাদের বিয়েও করেছেন।
একটা সময় রোহিত শর্মার সঙ্গে এক ব্রিটিশ মডেলের সম্পর্ক নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছিল। যদিও রোহিত এই ব্যাপারে একটাও কথা বলেননি। তবে যে মডেলের সঙ্গে রোহিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল, অবশেষে তিনিই এই ব্যাপারে মুখ খুললেন।
সালটা ছিল ২০১২। এই সময়ই রোহিত শর্মা এবং ব্রিটিশ মডেল সোফিয়া হায়াতের সম্পর্ক নিয়ে অনেক কথাই হাওয়ায় ভাসছিল। শোনা যায়, রোহিত নাকি এই হট মডেলের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন। যদিও এই ব্যাপারে রোহিত কখনই কোনও মন্তব্য করেননি। বেশ কয়েকবছর আগে সোফিয়া হায়াত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানেই রোহিতের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন তিনি।
সংবাদমাধ্যম সূত্রের খবর, রোহিত এবং সোফিয়ার প্রাথমিক সাক্ষাৎ লন্ডনে হয়েছিল। এরপর তাঁরা দুজনে বেশ কয়েকবার ডেটিং করেন। এমনকী, একটি ইন্টারভিউয়ে রোহিত স্বীকারও করেছিলেন যে তিনি সোফিয়া হায়াতের একজন মস্ত বড় ফ্যান।