শেষ আপডেট: 1st December 2024 14:01
দ্য ওয়াল ব্যুরো : বিগত কয়েকদিন ধরেই শর্মা পরিবারের খুশির হাওয়া বইতে শুরু করেছে। সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ইতিমধ্যে ছেলের নামও তাঁরা প্রকাশ্যে এনেছেন।
রবিবার (১ ডিসেম্বর) রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন যে ছেলের নাম রাখা হয়েছে অহন। ইতিমধ্যে নেটিজেনদের একাংশ প্রশ্ন করতে শুরু করেছে, ভারতীয় ক্রিকেটের এত ব্যস্ত সূচির মধ্যেও দ্বিতীয় সন্তানের পরিকল্পনা কবে করলেন রোহিত শর্মা? আসুন, এই ব্যাপারে আলোচনা করা যাক।
প্রসঙ্গত, নিউজিল্যান্ড সিরিজে দেশের মাটিতে টিম ইন্ডিয়া হোয়াইটওয়াশ হওয়ার পরই রোহিত জানিয়ে দিয়েছিলেন যে পারথে আয়োজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তিনি খেলতে পারবেন না। যদিও সেইসময় তিনি বলেছিলেন, নেহাতই ব্যক্তিগত কারণে তিনি ছুটি নিতে চাইছেন। কিন্তু, তখন থেকেই রোহিতের দ্বিতীয় সন্তান নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। অবশেষে গত ১৫ নভেম্বর অহনের জন্ম হয়। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে খুশির জোয়ার দেখতে পাওয়া যায়।
নেট নাগরিকদের বক্তব্য, একটি সন্তান জন্মগ্রহণের জন্য মোটামুটি ১০ মাস সময় লাগে। এই হিসেবকে সামনে রেখে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে চলতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন। যদিও গোটা বিষয়টা নেহাতই জল্পনার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে।
উল্লেখ্য, গত বছর ১৯ নভেম্বর রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিল। গোটা টুর্নামেন্টে টিম ইন্ডিয়া যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করলেও, টুর্নামেন্টে অন্তিম ম্যাচে তারা অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে (৪২ বল বাকি থাকতেই) হেরে যায়। মজার ব্যাপার, এই বছরই ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলিও। তিনি ছেলের নাম রেখেছেন অকায়।