শেষ আপডেট: 30th December 2024 07:06
দ্য ওয়াল ব্যুরো : সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ ভারতীয় ক্রিকেট দল আদৌ পূরণ করতে পারবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পঞ্চম দিনের লাঞ্চ ব্রেক পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে ৩৩ রান করেছে।
দিনের শুরুটা টিম ইন্ডিয়া বেশ ভালই করেছিল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৩৪ রানে অলআউট হয়ে যায়। বাকি একটি উইকেট শিকার করেন জসপ্রীত বুমরাহ। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ৫ উইকেট শিকার করলেন।
এরপর ব্যাট করতে নামে ভারত। সামনে ছিল জয়ের জন্য ৩৪০ রানের টার্গেট। রোহিত না রাহুল, এই ইনিংসে টিম ইন্ডিয়ার হয়ে কে ওপেন করবেন, তা নিয়ে একটা সন্দেহ ছিল। শেষপর্যন্ত যশস্বীর সঙ্গে রোহিতকেই ওপেন করতে দেখা যায়। শুরুটা তাঁরা বেশ ভালই করেছিলেন। ঝড়ের গতিতে রান না করতে পারলেও, রোহিত শর্মার ব্যাটিংয়ে যথেষ্ট আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাচ্ছিল।
কিন্তু, ১৭ ওভারে যাবতীয় হিসেব ওলট-পালট হয়ে যায়। বল করতে এসেছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স। যে রোহিত শর্মা এতক্ষণ ধরে সোজা ব্যাটে খেলছিলেন, এবার তিনি ওভারের প্রথম বলেই অ্যাক্রস দ্য লাইন খেলতে যান। গালি অঞ্চলে মার্শের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। ৪০ বলে তিনি ৯ রান করে ফিরে যান।
আশা ছিল, এই ধাক্কাটা হয়ত কিছুটা হলেও সামাল দিতে পারবেন কেএল রাহুল। অন্তত লাঞ্চ ব্রেকের আগে বিরাট কোহলিকে নামতে হবে না। কিন্তু ভারতীয় ক্রিকেট সমর্থকদের সেই স্বপ্নও পূরণ হল না। ওভারের শেষ বলে তিনিও খোওয়াজার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। রানের খাতাও খুলতে পারলেন না তিনি। এছাড়া স্টার্কের বলে মাত্র ৫ রান করে আউট হয়ে গেলেন বিরাটও।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিরিখে টিম ইন্ডিয়ার কাছে এই ম্য়াচটা জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে অঙ্কটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে পয়েন্ট টেবিলে ভারত তিন নম্বরে নেমে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আর দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে পাকিস্তানকে প্রথম টেস্ট ম্য়াচে ২ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। এই পরিস্থিতিতে মেলবোর্ন টেস্টে ভারত জিতলেও, অন্য দলগুলোর দিকে টিম ইন্ডিয়াকে তাকিয়ে থাকতে হবে। আপাতত বাকি দুটো ইনিংসে ভারতীয় ব্যাটাররা কোনও মিরাকল করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।