শেষ আপডেট: 2nd January 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো : রাত পোহালেই সিডনি টেস্ট। আগামী ৩ জানুয়ারি থেকে পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা খেলবেন না। বদলে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, রোহিত শর্মা কি সিডনি টেস্টে আদৌ বিশ্রাম নিচ্ছেন, না তাঁকে জোর করে বসিয়ে দেওয়া হল? রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল। কিন্তু, তারপর থেকেই হিটম্যানের ব্য়াটিং গ্রাফ ক্রমশ নিম্নমুখী হতে শুরু করে। গত বছর ১৫ ইনিংসে রোহিত মোট ১০ বার এক অঙ্কের রান করেছেন। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল, গত পাঁচ ইনিংসে রোহিতের ব্যাট থেকে মাত্র ৩১ রান বেরিয়ে এসেছে। যথাক্রমে ৩, ৬, ১০, ৩ এবং ৯ রান করে আউট হয়েছে। ব্যাটিং গড় ৬.২০। অস্ট্রেলিয়ার মাটিতে এত খারাপ পারফরম্যান্স এর আগে কোনও ভারতীয় ক্রিকেট অধিনায়ক করেননি।
এই পরিস্থিতিতে শোনাই যাচ্ছিল, সিডনি টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন রোহিত শর্মা। এমন আশঙ্কা করাই হচ্ছিল। কিন্তু, সেই সিদ্ধান্তে যে সিলমোহর দেওয়া হবে, এমনটা কেউ কল্পনা করতে পারেননি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোহিত নাকি নিজেই বিশ্রামের জন্য আবেদন করেছেন। কিন্তু, সেই খবরে কতটা সত্যতা রয়েছেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা সন্দেহ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলেননি রোহিত শর্মা। পারথ টেস্টে জসপ্রীত বুমরাহ টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। বুমরাহের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তারপর থেকেই হাওয়া উঠতে শুরু করে, রোহিতকে সরিয়ে বুমরাহকেই টিম ইন্ডিয়ার অধিনায়ক করা হোক। কারণ অস্ট্রেলিয়ায় আসার আগে দেশের মাটিতে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ভারত ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল।
অ্যাডিলেড টেস্টে টিম ইন্ডিয়ায় যোগ দেন রোহিত। তারপর থেকে ভারতীয় ক্রিকেট দলেও সেই একই ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ্টির কারণে ব্রিসবেন টেস্ট হয়ত হাতছাড়া হয়েছে। নাহলে, সেটাও হাতছাড়া হত। এমন এক কঠিন পরিস্থিতিতে রোহিতের অনুপস্থিতি টিম ইন্ডিয়ার ভাগ্যাকাশে নতুন ভোরের আলো ফোটাতে পারে কি না, সেটাই আপাতত দেখার।