শেষ আপডেট: 6th November 2024 19:19
দ্য ওয়াল ব্যুরো: প্রায় চার দশক পর আবারও জলপাইগুড়ির কোনও ক্রিকেটার রনজি ট্রফির সিনিয়র দলে সুযোগ পেলেন। নাম ঋষভ বিবেক। এই খবর প্রকাশ্যে আসার পর গোটা রাজ্য জুড়ে খুশির হাওয়া বইতে শুরু করেছে।
প্রসঙ্গত, বুধবার থেকে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে কর্নাটকের বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলা ক্রিকেট দল। এই ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন বাংলার ঋষভ। বিকেলবেলা জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে সাংবাদিক সম্মেলন করে জানান কর্মকর্তারা।
জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস বললেন, 'ঋষভ যে রনজি ট্রফিতে খেলছে, এটাই আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। ছোটবেলা থেকে ও এখানেই পড়াশোনা করেছে। বাবা বিএসএফ আধিকারিক ছিলেন। কর্মসূত্রে জলপাইগুড়ি এসেছিলেন। তারপর থেকে এখানেই থেকে যান।'
উল্লেখ্য, ছোটবেলায় জলপাইগুড়ির আরএসএ ক্লাবে অনুশীলন করতেন ঋষভ। রাজ্যস্তরে ধারাবাহিক সাফল্যের পর অনূর্ধ্ব ২৩ বাংলা ক্রিকেট দলের হয়েও খেলেছেন ঋষভ।
এবার ম্য়াচের কথায় আসা যাক। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক। প্রথম দিনের শেষে বাংলা ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে। বাংলা ক্রিকেট দলের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার দুর্দান্ত একটি শতরান (১০১) করেছেন। এছাড়া হাফসেঞ্চুরি করেছেন সুদীপ চট্টোপাধ্যায় (৫৫) এবং শাহবাজ আহমেদ ( অপরাজিত ৫৪)। ম্যাচের দ্বিতীয় দিন বাংলার ব্যাটাররা কেমন পারফরম্য়ান্স করেন, সেদিকেই আপাতত সবাই তাকিয়ে রয়েছেন।