শেষ আপডেট: 21st September 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৫০০ রানের বেশি লিড নিয়ে ফেলেছে।
এই ম্যাচের তৃতীয় দিন এক মজার ঘটনার সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার বাংলাদেশের ফিল্ডিং সাজাতে শুরু করেন। সবথেকে আশ্চর্য্যের বিষয় হল, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাঁর কথা মেনেও নেন। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
চেন্নাই টেস্ট ম্যাচের তৃতীয় দিন ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন ঋষভ পন্থ এবং শুভমান গিল। তবে ঋষভ যখন ২৯ রানে ব্যাট করছিলেন, সেইসময় তিনি বাংলাদেশের ফিল্ডিং সেট করতে শুরু করেন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে তিনি বলেন যে কোথায় কোথায় ফিল্ডার রাখতে হবে। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ঋষভ এই পরামর্শ দ্রুত মেনে নেন। ফিল্ডিং বদল করেন। দেখে নিন সেই ভিডিও -
ऋषभ पंत, कभी मत बदलो..!!! -
— Manjesh Jangir ???? हिन्दू (@monu_jangir3) September 21, 2024
पंत बांग्लादेश के लिए फील्डिंग सेट कर रहे हैं
बांग्लादेशी कप्तान में क्या जॉब छोड़ दूं ????
"Rishabh Pant"#INDvBAN #TestCricket pic.twitter.com/Rv3VkWarXc
দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের দৌলতে ১০৯ রান করলেন। ইতিমধ্যে তিনি চারটে ছক্কা এবং ১৩টি বাউন্ডারি হাঁকান। যদিও প্রথম ইনিংসে ৩৯ রানে আউট হয়েছিলেন তিনি।
ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে ৫১৪ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান করেছে। ঋষভ পন্থ এবং শুভমান গিল দুজনেই শতরান করেছেন।