শেষ আপডেট: 21st September 2024 12:56
দ্য ওয়াল ব্যুরো: কামব্যাক টেস্ট ম্য়াচেই বাজিমাত করলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান করলেন। প্রসঙ্গত, এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে তিনি ৩৯ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বর মাসে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ঋষভ। সেটাও আবার বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এরপর একটি গাড়ি দুর্ঘটনার কারণে প্রায় দেড় বছর ২২ গজের বাইরে ছিলেন তিনি। আবারও সেই বাংলাদেশের বিরুদ্ধেই টেস্ট ক্রিকেটে কামব্যাক করলেন তিনি। অনেকে বলতে শুরু করেছেন, টেস্ট ক্রিকেটে ঋষভ যেখানে শেষ করেছিলেন, এবার ঠিক সেখান থেকেই শুরু করলেন।
চেন্নাই টেস্টের তৃতীয় দিন ভারতীয় ব্যাটাররা যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে। শুভমান গিল এবং ঋষভ পন্থের জুটি দেখে অনেকেই চিপককে গাব্বা টেস্টের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। গাব্বাতেও এই ঋষভ-শুভমান জুটি অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করেছিল। আপাতত বাংলাদেশের বোলাররা যে কোনও উপায়ে এই জুটি ভাঙতে চাইছে।
টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে ৫৫ ওভারে বল করতে এসেছিলেন সাকিব আল হাসান। এই ওভারের চতুর্থ বলে ২ রান নেওয়ার পাশাপাশি ঋষভের শতরান পূরণ হল। এই নিয়ে টেস্ট ক্রিকেটে তিনি ষষ্ঠ শতরান করলেন। প্রায় ৭০০ দিন পর টেস্ট ক্রিকেটে কামব্যাকের পর ঋষভের এমন পারফরম্য়ান্স দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।
ঋষভ পন্থ এই ম্যাচে ১২৪ বলে নিজের শতরান পূরণ করলেন। ইতিমধ্যে তিনি ১১ বাউন্ডারি হাঁকানোর পাশাপাশি চারটে ছক্কাও হাঁকিয়েছেন। শেষপর্যন্ত ১০৯ রানে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়। মেহদি হাসান মিরাজের বলে কট অ্যান্ড বোল্ড আউট হন তিনি। তবে ঋষভের এই সেঞ্চুরির কথা ভারতীয় ক্রিকেট সমর্থকরা যে অনেকদিন মনে রাখবেন, তা বলা যেতেই পারে।