শেষ আপডেট: 22nd November 2024 12:38
দ্য ওয়াল ব্যুরো: এ বলছে আমায় দ্যাখ, ও বলছে আমায়! পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটাররা কার্যত লাইন দিয়ে প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতা করলেন। তবে এরইমধ্যে কিছুটা হলেও সাহসী ব্যাটিং করলেন ঋষভ পন্থ। যদিও ৭৮ বলে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।
তবে এই ইনিংসে একটি ছক্কা হাঁকিয়ে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঋষভ পন্থ। তাও আবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পেস বোলার তথা অধিনায়ক প্যাট কামিন্সকে। ৪২ ওভারের শেষ বলে সবাইকে চমকে দিলেন টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার-ব্যাটার।
অফসাইডে অনেকটা বেরিয়ে আসেন তিনি। ক্রিজের উপর হাঁটু মুড়ে বলের গতিটা কাজে লাগালেন। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারের উপর দিয়ে তিনি বলটা উড়িয়ে দেন। এমন শট দেখে গোটা ক্রিকেট বিশ্ব কার্যত স্তম্ভিত হয়ে যায়। অনেকেই বলেন যথেষ্ট সাহসী ব্যাটিং করছেন ঋষভ। যদিও তাঁর ব্যাট থেকে বড় রান দেখতে পাওয়া গেল না।
"Wow! Only Rishabh Pant can hit a six like that. The Indian wicketkeeper proved once again why he is called the game changer of the game."#INDvsAUS #RishabhPant #BGT2025pic.twitter.com/KrYtUiV91g
— Krishn Kant Asthana (@KK_Asthana) November 22, 2024
এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, ভারতের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ঋষভ ছাড়া দুই অঙ্কের রান করেছেন নীতীশ কুমার রেড্ডি (৪১), কেএল রাহুল (২৬) এবং ধ্রুব জুরেল (১১) দুই অঙ্কের রান করেছেন। শেষপর্যন্ত ১৫০ রানে অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া।