শেষ আপডেট: 7th December 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো : একদিকে ভারতীয় ক্রিকেট দল কার্যত হারের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, অন্য়দিকে আলাদাই মুডে রয়েছেন ঋষভ পন্থ। ভারতীয় ক্রিকেট দলের এই উইকেটকিপার-ব্যাটার যেভাবে সৃষ্টিশীল শট হাঁকালেন, তা দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকদেরও হৃদস্পন্দন কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। ১৭ ওভারের তৃতীয় বলে ঋষভ একটি অভাবনীয় শট হাঁকালেন। বলা ভাল, অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের যাবতীয় ইজ্জত লুটে নিলেন তিনি। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে এই দৃশ্য দেখতে পাওয়া গেল।
বাউন্সার ডেলিভারি করেছিলেন বোল্যান্ড। শটটি মারতে গিয়ে ঋষভ শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। কিন্তু, তা সত্ত্বেও একটি দুর্দান্ত হুক শট মারেন তিনি। স্লিপ কর্ডনের উপর দিয়ে বলটা কার্যত উড়ে যায়। সকলেই হাঁ করে দেখছিলেন যে ব্যাপারটা ঠিক কী হচ্ছে।
RISHABH PANT ERA IN TEST CRICKET. ???? pic.twitter.com/yfy3GxI0wE
— Johns. (@CricCrazyJohns) December 7, 2024
বলটা সোজা পন্থের মাথার উপর দিয়ে দিকে আসে। কিন্তু, পন্থ বলটা দুর্দান্তভাবে নিয়ন্ত্রণ করেন এবং বাউন্ডারি হাঁকান। শটের বিপরীত গতিতে পন্থ মাটিতে পড়ে গিয়েছিলেন। এরপর তাঁর মুখে হাসি দেখতে পাওয়া যায়। এমনকী, ঋষভের এই কাণ্ড দেখে উলটোদিকে দাঁড়িয়ে থাকা শুভমান গিলও হেসে ফেলেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দ্বিতীয় দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে। তবে এখনও অস্ট্রেলিয়ার থেকে তারা ২৯ রানে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, রবিবারই (৮ ডিসেম্বর) হয়ত এই ম্য়াচ খতম হয়ে যাবে। আপাতত ঋষভ পন্থ ২৮ রানে এবং নীতিশ রেড্ডি ১৫ রানে ব্যাট করছেন।