শেষ আপডেট: 29th October 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: ক্রমশ সেজে উঠছে ২০২৫ আইপিএল মেগা অকশনের বাজার। শোনা যাচ্ছে, নভেম্বরের শেষ সপ্তাহে এই নিলাম অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। এই অনুষ্ঠানের আগে দিল্লি ক্যাপিটালস কোন কোন ক্রিকেটারকে রিটেন করতে চলেছে, তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হচ্ছে।
পাশাপাশি, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ঋষভ পন্থের সম্পর্ক অটুট থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং সেই পাঁচজন ক্রিকেটারের নাম ঘোষণা করেছেন, যাঁদের দিল্লি ক্যাপিটালস এই নিলাম অনুষ্ঠানের আগে রিটেন করতে পারে।
স্টার স্পোর্টসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে হরভজন সিং বললেন, দিল্লি ক্যাপিটালস দলের প্রথম পছন্দ অবশ্যই ঋষভ পন্থই হবে। ভাজ্জির কথায়, যদি দিল্লির টিম ম্যানেজমেন্টে তিনি থাকতেন, তাহলে চোখ বন্ধ করে তিনি পন্থকে যে কোনও মূল্যে রিটেন করতেন।
তিনি বললেন, 'আমাক মতে দিল্লি ক্যাপিটালস সবার আগে ঋষভ পন্থকে রিটেন করবে। এরপর তারা অক্ষর প্যাটেল এবং ত্রিস্তান স্টাবসকে রিটেন করতে পারে। আমার মতে ফ্রেজার ম্য়াগার্ককে চতুর্থ ক্রিকেটার হিসেবে দিল্লি ক্যাপিটালস রিটেন করতে পারে। এই তালিকায় পঞ্চম ক্রিকেটার হতে পারেন মিচেল মার্শ।'
ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের হয়ে আদৌ খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে মনে করা হচ্ছে, দিল্লি ক্যাপিটালস থেকে ঋষভের বিদায় কার্যত নিশ্চিত। পাশাপাশি একথাও শোনা যাচ্ছে যে, ঋষভকে নাকি রিটেন করতে পারে দিল্লি ক্যাপিটালস। তবে ফ্র্যাঞ্চাইজি চায় যে তাঁকে শুধুমাত্র দলের উইকেটকিপার-ব্যাটার হিসেবেই রাখতে। ক্যাপ্টেন্সির হাত বদল করতে চায় ফ্র্যাঞ্চাইজি।
২০২৪ আইপিএল টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালস বিশেষ নজর কাড়তে পারেনি। পাশাপাশি ঋষভের নেতৃত্বে দল প্লে-অফেও উঠতে পারেনি। গত মরশুমে দিল্লি ক্যাপিটালস ১৪ ম্যাচের মধ্যে মাত্র সাতটাতেই জিততে পেরেছিল। ২০২১ সালে দিল্লি ক্যাপিটালস শেষবার আইপিএল প্লে-অফে পা রেখেছিল। গত তিন মরশুমে তাদের পারফরম্য়ান্স একেবারে পাতে দেওয়ার মতো ছিল না। এই পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালস নতুন করে দলগঠন করতে চায়।