শেষ আপডেট: 5th November 2024 12:04
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক বদল করা হবে। কারণ রিটেনশন তালিকা প্রকাশ্যে আসার পর জানা গিয়েছে, বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের অধিনায়ককেই রিলিজ করে দিয়েছে। এরমধ্যে নাম রয়েছে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ঋষভ পন্থ, আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং লখনউ সুপার জায়ান্টের ক্যাপ্টেন কেএল রাহুল। তবে ঋষভ পন্থকে নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ঋষভ পন্থকে নিয়ে একাধিক জল্পনা ছড়িয়ে পড়েছে। নেট নাগরিকদের একাংশ মনে করছেন, চেন্নাই সুপার কিংস এবার ঋষভকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে। তবে কয়েকজন আবার দাবি করেছেন, আরসিবি-তে এন্ট্রি নিতে পারেন ঋষভ। এই ব্যাপারে আরসিবি ফ্র্যাঞ্চাইজিও বড়সড়় 'হিন্ট' দিয়েছে। এই ইঙ্গিতের পরই সমর্থকরা দাবি করতে শুরু করেছেন যে আগামী আইপিএল মরশুমে ঋষভ পন্থকে বিরাট কোহলির সঙ্গে খেলতে দেখা যেতে পারে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। এই পোস্টে কেএল রাহুল এবং ঋষভ পন্থ দুজনকেই উইকেটকিপার ব্যাটার হিসেবে নিয়েছে আরসিবি। সেখানে লেখা হয়েছে, ইকোজ অফ ফ্যানস মক অকশন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করেছেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। এই দুজনের মধ্যে যে কোনও একজন উইকেটকিপারকে দলে নেওয়া হতে পারে।
অন্যদিকে, ফাফ ডু প্লেসিকেও এবার রিলিজ করে দিয়েছে আরসিবি ব্রিগেড। অন্যদিকে, দীনেশ কার্তিকও আইপিএল থেকে অবসর গ্রহণ করেছেন। এই পরিস্থিতিতে আরসিবি উইকেট-কিপারের পাশাপাশি একজন অধিনায়কের খোঁজ চালাচ্ছে। সম্প্রতি দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে তিনি নজরকাড়া ব্যাটিং করেছেন। সেকারণে আসন্ন মেগা অকশনে আরসিবি-র নজর ঋষভ পন্থের উপর থাকবে বলে আশা করা যেতে পারে।