শেষ আপডেট: 1st January 2025 13:56
দ্য ওয়াল ব্যুরো : চলতি বর্ডার-গাভাসকার ট্রফির পঞ্চম তথা শেষ ম্যাচটি আগামী ৩ জানুয়ারি থেকে সিডনিতে খেলা হবে। মেলবোর্ন টেস্ট ম্যাচে লজ্জার হারের পর টিম ইন্ডিয়া এই সিরিজে ইতিমধ্যে পিছিয়ে পড়েছে। আশা করা হচ্ছে, সিডনি টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। সূত্রের খবর, আগামী টেস্ট ম্যাচে নাও খেলতে পারেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।
এই সিরিজে ঋষভ পন্থ খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেননি। বেশ কয়েকটি জায়গায় তো পন্থের থেকে টিম ইন্ডিয়ার অনেক বেশি প্রত্যাশা ছিল। বেশ কয়েকটি খারাপ শট খেলে তিনি আউট হয়ে যান। টিম ইন্ডিয়ার সমর্থকরাও যারপরনাই হতাশ হয়ে পড়েন। মেলবোর্ন টেস্টেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। ট্রাভিস হেডের বলে তিনি আউট হয়ে যান। এমনকী, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাও পন্থের এমন দায়িত্বজ্ঞানহীন শট নিয়ে বিরক্তি প্রকাশ করেন। এই ঘটনার পরই আশঙ্কা করা হচ্ছে, সিডনি টেস্টে ঋষভকে ড্রপ করা হতে পারে।
এই সিরিজে ঋষভ পন্থ ব্যাট হাতে এখনও পর্যন্ত নজর কাড়তে পারেননি। চার ম্যাচে তাঁর ব্যাট থেকে মাত্র ১৫৪ রান বেরিয়ে এসেছে। ইতিমধ্যে তাঁর ব্যাটিং গড় ছিল ২২। এখনও পর্যন্ত তিনি একটাও হাফসেঞ্চুরি হাঁকাতে পারেননি। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, সিডনি টেস্টের প্রথম একাদশে তাঁকে নাও দেখতে পাওয়া যেতে পারে। যদিও এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
বর্ডার-গাভাসকার ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে ধ্রুব জুরেলকে রাখা হয়েছে। যদিও তিনি এখনও পর্যন্ত একটাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। পারথ টেস্টে তাঁকে খেলতে দেখা গিয়েছিল। তবে এই ম্যাচের দুই ইনিংসে ধ্রুব যথাক্রমে ১১ এবং ১ রান করেছিলেন। যদিও অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিনি যথেষ্ট ভাল পারফরম্যান্স করেন। সেখানে তিনি ৮০ এবং ৬৮ রানের ধামাকাদার ইনিংস খেলেছিলেন। যদি সিডনি টেস্ট ম্যাচে ঋষভ পন্থকে ড্রপ করা হয়, তাহলে ধ্রুব জুরেলকে প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়া হতে পারে।