শেষ আপডেট: 21st October 2024 12:11
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে ভারতীয় ক্রিকেট দল ৮ উইকেটে হেরে গিয়েছে। এবার দ্বিতীয় টেস্ট ম্যাচে পুনেতে এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। তবে কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ খেলতে পারবেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
আসলে বেঙ্গালুরু টেস্ট ম্যাচে খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। সেকারণে আশঙ্কা করা হচ্ছে, দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি নাও খেলতে পারেন। এই পরিস্থিতিতে ধ্রুব জুরেলকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে, পুনে টেস্ট ম্যাচে ঋষভ পন্থ আদৌ খেলতে নামবেন কি না, সেই ব্যাপারে টিম ম্য়ানেজমেন্ট দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন। যদি দ্বিতীয় টেস্ট ম্যাচে ঋষভ খেলতে না পারেন, তাহলে তাঁক জায়গায় ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হতে পারে।
ধ্রুব জুরেল টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত ৩ টেস্ট ম্যাচে ৬৩.৩৩ ব্যাটিং গড়ে মোট ১৯০ রান করেছেন। ইতিমধ্যে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। ওই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করেছিল। এই ইনিংসের পর অনেকেই ধ্রুব জুরেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন। টেস্ট ক্রিকেট ছাড়াও ধ্রুব জুরেল টিম ইন্ডিয়ার হয়ে দুটো টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কিন্তু, এই ফরম্য়াটে তিনি মাত্র ৬ রানই করতে পেরেছেন।
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে। প্রথম ম্যাচে পরাজয়ের পর সিরিজ জয়ের জন্য আগামী দুটো ম্যাচ টিম ইন্ডিয়াকে জিততেই হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে টিম ইন্ডিয়ার সামনে এই টেস্ট সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়াকে জায়গা করতে হয়, তাহলে পরের দুটো ম্যাচে রোহিতদের জিততেই হবে।