শেষ আপডেট: 31st October 2024 13:17
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশনে যে একাধিক চমক অপেক্ষা করছে, তা বলা যেতেই পারে। ইতিমধ্যে একের পর এক চাঞ্চল্যকর আপডেট আসতে শুরু করেছে। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপটালস নাকি আগামী মরশুমে আর ঋষভ পন্থকে রিটেন করতে চাইছে না।
দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যে চারজন ক্রিকেটারের নাম ঠিক করে ফেলেছে, যাঁদের রিটেন করতে চায়। এই তালিকায় অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের নাম রয়েছে। গত কয়েকটা মরশুমে ঋষভের অধিনায়কত্বে দিল্লি ক্যাপিটালস খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। এমনকী, টিম প্লে-অফের টিকিট কনফার্মও করতে পারেনি।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থকে আর রিটেন করতে চায় না। মেগা অকশনের আগে ইতিমধ্যেই দিল্লি রিটেনশন তালিকা চূড়ান্ত করে ফেলেছে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের জন্য দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্তান স্টাবস এবং বাংলার উইকেটকিপার অভিষেক পোড়েলকে রিটেন করতে চায়।
যদি মেগা অকশনে ঋষভ পন্থ অংশগ্রহণ করেন, তাহলে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাঁর দিকে হাত বাড়তে পারে। এই তালিকায় সবার উপরে রয়েছে চেন্নাই সুপার কিংসের নাম। সিএসকে ঋষভকে যে কোনও মূল্যে নিজেদের দলে টানতে চাইবে। পাশাপাশি এই তালিকায় নাম রয়েছে আরসিবি, গুজরাট টাইটান্স, লখনউ সুপার জায়ান্টও।
বিগত কয়েকটা মরশুমে দিল্লি ক্যাপিটালস একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। গত তিনটে মরশুমে তারা প্লে-অফে উঠতে পারেনি। ২০২১ সালে তারা শেষবার প্লে-অফের টিকিট কনফার্ম করেছিল। এরপর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের যথেষ্ট লড়াই করতে হচ্ছে। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিল। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে তারা ফাইনালে উঠেছিল।