শেষ আপডেট: 21st September 2024 19:21
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতরান করলেন ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে পন্থকে যথেষ্ট ছন্দে দেখতে পাওয়া যায়। মাঠের প্রতিটা কোনায় কার্যত শট হাঁকিয়েছেন তিনি। ঋষভের সামনে বাংলাদেশি বোলারদের একেবারে অসহায় লাগছিল। তবে এই ইনিংসে ঋষভ একটি বড়সড় রেকর্ড কায়েম করলেন।
বাংলাদেশের বিরুদ্ধে ঋষভ পন্থ ১২৮ বলে ১০৯ রান করেছেন। এই ইনিংসে ঋষভ ১৩ বাউন্ডারি এবং চারটে ছক্কা হাঁকিয়েছেন। ঋষভের টেস্ট কেরিয়ারে এটা ষষ্ঠ শতরান। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটকিপার হিসেবে তিনি চতুর্থ শতরান করলেন। আর সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একজন উইকেটকিপার হিসেবে সর্বাধিক শতরানের নজিরও কায়েম করেছেন তিনি। এই তালিকায় পিছনে ফেললেন মহম্মদ রিজওয়ান এবং লিটন দাসকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটকিপার হিসেবে রিজওয়ান এবং লিটন দুজনেই তিনটে করে শতরান করেছেন।
ঋষভ পন্থ | ৪ সেঞ্চুরি |
মহম্মদ রিজওয়ান | ৩ সেঞ্চুরি |
লিটন দাস | ৩ সেঞ্চুরি |
কুইন্টন ডি কক | ২ সেঞ্চুরি |
এর পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির রেকর্ডও স্পর্শ করেছেন ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে দুজনেই ছ'টি করে শতরান করছেন। ভারতীয় উইকেট কিপারদের মধ্যে সর্বাধিক শতরানের তালিকায় যুগ্মভাবে তাঁরা শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছেন। তবে ঋষভ বর্তমানে যে ফর্মে রয়েছেন, তাতে এই সিরিজেই যদি তিনি ধোনির রেকর্ড ভেঙে দেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিততে টিম ইন্ডিয়াকে আর ৬ উইকেট শিকার করতে হবে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে। আপাতত সাকিব আল হাসান ৫ রানে এবং নাজমুল হোসেন শান্ত ৫১ রানে ব্যাট করছেন। ভারতের হয়ে তিন উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন।