শেষ আপডেট: 25th October 2024 13:04
দ্য ওয়াল ব্যুরো: পুনের টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনই ভারতীয় ক্রিকেট দলের দুর্দশা আর দেখা যাচ্ছে না। এই ইনিংসে টিম ইন্ডিয়া মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ডের থেকে এখনও তারা ১০৩ রানে পিছিয়ে রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করেছিলেন ঋষভ পন্থ হয়ত দলকে এই কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারবেন। কিন্তু, তেমন কোনও দৃশ্যের সাক্ষী থাকতে পারল না টিম ইন্ডিয়া।
টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দল যখনই সমস্যায় পড়েছে, তখনই ঋষভকে ত্রাতার ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বা টেস্টের সেই লড়াকু ইনিংস আজও ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হালে যদি বেঙ্গালুরু টেস্টের কথাই ধরা যায়, তাহলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরিটা মিস করেছিলেন ঋষভ। কিন্তু, পুনেতে তাঁর কোনও জারিজুরিই কাজ করল না।
এই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই কিউয়ি অফস্পিনার গ্লেন ফিলিপসের শিকার হলেন তিনি। ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল ভারতীয় ক্রিকেট দলের এই তরুণ উইকেটকিপার ব্যাটারকে। নিউজিল্যান্ডের কাছে যে এটা কত বড় উইকেট, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
নিজের তৃতীয় ওভারে বল করতে এসেছিলেন ফিলিপস। ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই তিনি ঋষভের উইকেট তুলে নেন। অফ স্টাম্পে একেবারে ফ্ল্যাট ডেলিভারি করেছিলেন কিউয়ি স্পিনার। বলটা উইকেটে পড়ে কিছুটা নিচু হয়ে গিয়েছিল।
এই বলটা ঋষভ অ্যাক্রস দ্য লাইনে মিড-উইকেটের দিকে খেলতে দিয়েছিল। কিন্তু, বলের লাইনটা সম্পূর্ণভাবে মিস করেন তিনি। ফলস্বরূপ, বলটা সজোরে স্টাম্পে আঘাত করে। আর টিম ইন্ডিয়া যেন বিপদের কৃষ্ণগহ্বরে ক্রমশ ঢুকে যেতে থাকে। এই ইনিংসে ঋষভ ১৯ বলে ১৮ রান করেছেন।
— Kirkit Expert (@expert42983) October 25, 2024
এই ম্যাচে ঋষভকে ব্যাট হাতে বেশ ভাল ছন্দে দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু, আজকের দিনটা বোধহয় তাঁর ছিল না। এই সংক্ষিপ্ত ইনিংসেই তিনি জোড়া বাউন্ডারি হাঁকিয়েছিলেন। টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকে ঋষভ পন্থ টিম ইন্ডিয়ার 'ক্রাইসিস ম্যান' হয়ে উঠেছেন।
প্রসঙ্গত, বেঙ্গালুরু টেস্ট ম্যাচে খেলতে নেমে ঋষভ পন্থ চোট পেয়েছিল। কিপিং করার সময় একটা বল তাঁর হাঁটুতে সজোরে আঘাত করেছিল। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায় তিনি শেষপর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এরপর আর উইকেটকিপিং করার জন্য ফেরেননি তিনি।
তবে তিনি দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নামেন তিনি। ১০৫ বলে ৯৯ রান করেন। সরফরাজ খানের সঙ্গে চতুর্থ উইকেটে তিনি ১৭৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই রান টিম ইন্ডিয়াকে কিছুটা হলেও লড়াই করার অক্সিজেন দিয়েছিল।
কিন্তু, বেঙ্গালুরু টেস্টে ভারতীয় ক্রিকেট দলের লোয়ার অর্ডারে ব্যাটিং বিপর্যয় দেখতে পাওয়া যায়। এরপর নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য খুব একটা বেশি রানের টার্গেট ছিল না। ৮ উইকেট হাতে রেখেই কিউয়িরা ১০৭ রান তুলে ফেলে।