শেষ আপডেট: 21st September 2024 12:04
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই টেস্টের তৃতীয় দিন ভারতীয় ক্রিকেট দলের দাপট অব্যাহত। শুভমান গিল এবং ঋষভ পন্থের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে টিম ইন্ডিয়া আপাতত চালকের আসনে রয়েছে। লাঞ্চ বিরতিতে টিম ইন্ডিয়া তিন উইকেট হারিয়ে ২০৫ রান করেছে।
তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পর শুভমান এবং ঋষভের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট সমর্থকরা গাব্বা টেস্টের কথা স্মরণ করছেন। গাব্বা টেস্টে ঋষভ এবং পন্থ জুটি ক্যাঙারু বাহিনীকে দুরমুশ করেছিল। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ঐতিহাসিক জয়লাভ করে।
বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত চলতি টেস্ট ম্যাচের তৃতীয় দিন শুভমান এবং ঋষভ ভারতীয় ক্রিকেট দলের হাল ধরে রেখেছেন। বাংলাদেশের বোলারদের তাঁরা তুলোধনা করছেন। ইতিমধ্যে দুজনে নিজেদের হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেছেন। আপাতত শুভমান ৮৬ রানে এবং ঋষভ পন্থ ৮২ রানে ব্যাট করছেন।
তাঁদের এই ব্যাটিং দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের যে গাব্বা টেস্ট ম্যাচের কথা মনে পড়বে, সেটাই স্বাভাবিক। প্রসঙ্গত, ২০২১ সালে গাব্বা টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল ঐতিহাসিক জয়লাভ করেছিল। এই টেস্ট ম্যাচে শুভমান এবং ঋষভ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করেছিল।
গাব্বা টেস্টের শেষ দিনে ভারতীয় ক্রিকেট দলের হয়ে শুভমান গিল এবং ঋষভ পন্থ দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। ওই ম্যাচে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে নেমে শুভমান ১৪৬ বলে ৯১ রান করেছিলেন। পাশাপাশি ঋষভ পন্থ ১৩৮ বলে অপরাজিত ৮৯ রান করেন। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার গাব্বা দর্পচূর্ণ করেছিল। বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে আপাতত ৪৩২ রানে এগিয়ে রয়েছে। এই রানের ব্যবধান কতটা বাড়ে, সেটাই আপাতত দেখার।