শেষ আপডেট: 5th September 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে হয়ে উঠেছেন রিঙ্কু সিং। আইপিএল টুর্নামেন্টে তাঁকে ছাড়া কেকেআর ব্রিগেড একেবারে কল্পনাই করা যায় না। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছি, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে বেশি টাকা পেলে তিনি অন্য দলে যোগ দিতে পারেন। অবশেষে রিঙ্কু তাঁর মনের কথা নিজের মুখেই স্বীকার করলেন।
২২ গজে রিঙ্কুর ব্যাটিং ধামাকা দেখতে পাওয়া গেলেও, তাঁর সহজ-সরল স্বভাব সকলকেই আকৃষ্ট করে। সম্প্রতি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কলকাতা নাইট রাইডার্স থেকে তিনি যে ৫৫ লাখ টাকা পান, সেটা নিয়েই সন্তুষ্ট তিনি। নিউজ ২৪ স্পোর্টসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে তিনি বললেন, টাকা নিয়ে তাঁর একেবারেই মাথাব্যথা নেই। তাঁর কাছে যা আছে, সেটাই অনেক।
প্রসঙ্গত, ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন রিঙ্কু সিং। প্রথমে তাঁকে ৮০ লাখ টাকার বিনিময়ে দলে নেওয়া হলেও, পরবর্তীকালে ৫৫ লাখ টাকায় রিটেন করা হয়। আইপিএল টুর্নামেন্ট থেকে খুব একটা বেশি অর্থ উপার্জন না করলেও, বর্তমান আয় নিয়েই রিঙ্কু জানান যে যথেষ্ট খুশি তিনি।
তিনি বললেন, 'আমার কাছে ৫০-৫৫ লাখ টাকাও অনেক বড় ব্যাপার। প্রথম যখন আমি খেলা শুরু করেছিলাম, তখন কোনওদিন কল্পনাও করতে পারিনি যে এত টাকা উপার্জন করতে পারব।'
গত কয়েক বছরে রিঙ্কু সিংয়ের কেরিয়ারে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া গিয়েছে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্য়ান্সের কারণেই কলকাতা নাইট রাইডার্স দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। কঠোর পরিশ্রমের কারণে ভারতীয় ক্রিকেট দলেও নিজের জায়গা করে নেন। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে তাঁর নাম চলে এসেছে। বোর্ডের তরফ থেকে প্রতি বছর তিনি ১ কোটি টাকা করে পেয়ে থাকেন।
এমন অভাবনীয় সাফল্য অর্জন করেও রিঙ্কু তাঁর পা কিন্তু মাটিতেই রাখতে ভালোবাসেন। বললেন, 'আমি কিছু নিয়ে এই পৃথিবীতে আসিনি। আর কিছু নিয়েও যাব না। কখন যে ভাগ্যের চাকা ঘুরবে, সেটা নিজেও বুঝতে পারবেন না। পরিস্থিতি যাই হোক না কেন, আমি চিরকাল এমনই বিনম্র থাকতে চাই।'