শেষ আপডেট: 10th October 2024 14:09
দ্য ওয়াল ব্যুরো: বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশের বিরুদ্ধে নীতিশ কুমার রেড্ডি যখন ধ্বংসলীলা চালাচ্ছিলেন, উইকেটের অপর প্রান্তে কার্যত নাবিকের দায়িত্ব পালন করছিলেন রিঙ্কু সিং। দ্বিতীয় টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়ার জয়ের পিছনে তাঁর এই অবদান অনস্বীকার্য। সেকারণে ইতিমধ্যেই যথেষ্ট প্রশংসিত হয়েছেন তিনি। কিন্তু, কীভাবে নিজেকে এমন মোটিভেট করলেন রিঙ্কু? বাংলাদেশকে ৮৬ রানে হারানোর পর নিজেই সেকথা স্বীকার করলেন। জানালেন, তাঁর এই ইনিংসের পিছনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এক বিশাল অবদান রয়েছে।
প্রসঙ্গত, এই ম্য়াচে রিঙ্কু যখন ব্যাট করতে নামেন, তখন টিম ইন্ডিয়ার অবস্থা একেবারে ভাল ছিল না। পাওয়ার প্লে চলাকালীন টিম ইন্ডিয়ার টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে যায়। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স দলের তারকা ফিনিশার যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেন। ম্য়াচের শেষে তিনি বললেন, 'আমি যখন ব্যাট করতে নেমেছিলাম, সেই সময় পরিস্থিতি যথেষ্ট কঠিন ছিল। কারণ সেইসময় টিম ইন্ডিয়ার ২০ রানে ৩ উইকেট পড়ে গিয়েছে। ফলে ওই সময়টা আমার মাথা ঠাণ্ডা রাখার দরকার ছিল। সেটাই করেছি। একেবারে স্ট্রেট শট খেলেছি। এটাই আমার সহজাত প্রবৃত্তি।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই ব্যাপারে আমি আগে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলেছিলাম। সেই পরামর্শও আমাকে অনেকটা সাহায্য করেছে। আমি ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম। যেহেতু উইকেটটা একটু স্লো ছিল, বলটা একটু আটকে আটকে আসছিল; তাই নীতিশের সঙ্গে একটা পার্টনারশিপ গড়ে তুলতে চেয়েছিলাম। তবে মেহমুউল্লাহর ওই নো-বলটা গোটা ম্য়াচের মোমেন্টাম বদলে দেয়। এরপর থেকে নীতিশকে আর আটকানো যায়নি।'
প্রসঙ্গত, তিন ম্য়াচের এই টি-২০ সিরিজে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের একেবারে বেহাল দশা হয়ে গিয়েছে। সিরিজের প্রথম ম্য়াচে টাইগারদের ৭ উইকেটে হারতে হয়েছিল। তারপর এই ৮৬ রানের বিশাল ব্যবধানে। ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। বাংলাদেশের সামনে আপাতত হোয়াইটওয়াশ বাঁচানো টার্গেট। আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে আয়োজিত সিরিজের শেষ ম্য়াচেও রিঙ্কু বাংলাদেশি বোলারদের দুরমুশ করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।