শেষ আপডেট: 11th January 2025 15:00
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল কার্যত মুখ থুবড়ে পড়েছে। ২০২৪-২৫ মরশুমের বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়ার ব্যাটাররা ডাঁহা ফেল করেছে। জসপ্রীত বুমরাহ ছাড়া ভারতীয় বোলিং ডিপার্টমেন্টও কার্যত হতাশ করেছে সমর্থকদের। ফলস্বরূপ, এই সিরিজে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে পরাস্ত হয়েছে। শুধু তাই নয়, ১০ বছর পর বর্ডার-গাভাসকার ট্রফি জিতল ক্যাঙারুবাহিনী। আর সেইসঙ্গে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা যোগ্যতা অর্জন করেছে। এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টিম ইন্ডিয়ার এক তারকা ক্রিকেটার অবসর গ্রহণ করেন। তিনি আর কেউ নন, রবিচন্দ্রন অশ্বিন। গাব্বা টেস্ট ড্র হওয়ার পরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এমনকী, টুর্নামেন্টের মাঝপথেই ফিরে এসেছিলেন ভারতে। এবার বর্ডার-গাভাসকার ট্রফি শেষ হওয়ার পরই টিম ইন্ডিয়ার আরও একজন তারকা স্পিনার অবসরের ইঙ্গিত দিলেন। ইনস্টাগ্রামে এমন একটি পোস্ট তিনি শেয়ার করেছেন, যা দেশে টিম ইন্ডিয়ার সমর্থকদের জল্পনা আপাতত তুঙ্গে।
আসলে ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন। সেখানে তিনি নিজের টেস্ট জার্সির একটি ছবি পোস্ট করেন। এই ছবি ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগেনি। এরপর থেকেই টেস্ট ক্রিকেট থেকে জাদেজার অবসর নিয়ে জল্পনা দানা বাঁধতে শুরু করে। যদিও এই ছবির সঙ্গে জাদেজা কোনও ক্যাপশন শেয়ার করেননি। জাড্ডু আচমকা কেন এই ছবিটা পোস্ট করতে গেলেন, তা নিয়েই সমর্থকরা একে অপরকে প্রশ্ন করছেন।
Ravindra Jadeja's Instagram story. ???????????? pic.twitter.com/vacB7do0HB
— Tanuj Singh (@ImTanujSingh) January 10, 2025
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হতে না হতেই টিম ইন্ডিয়া এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে। গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পরই এই ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছিলেন রবীন্দ্র জাদেজা। এবার ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে তাঁর জায়গা হয় কি না, সেটাই দেখার।