শেষ আপডেট: 28th September 2024 15:27
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে এক নয়া সাফল্য অর্জন করলেন। সম্প্রতি তিনি এমন একটি রেকর্ড কায়েম করেছেন, যা গত ১৪৭ বছরে আর কেউ টেস্ট ক্রিকেটে করতে পারেননি। ক্রিকেট বিশ্বের প্রথম অলরাউন্ডার হিসেবে জয়সূচক টেস্ট ম্যাচে ২০০০ রানের পাশাপাশি ২০০ উইকেট শিকার করেছেন।
চেন্নাইয়ে আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। পরবর্তী ভারতীয় ক্রিকেটার হিসেবে আপাতত রবিচন্দ্রন অশ্বিনই জাদেজার এই রেকর্ড স্পর্শ করতে পারেন। চেন্নাইয়ের এই 'লোকাল বয়' টিম ইন্ডিয়ার জয়ের জন্য ১,৯৪৩ রান করার পাশাপাশি ৩৬৯ উইকেট শিকার করেছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কানপুর টেস্টে রবীন্দ্র জাদেজা আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। টেস্ট ক্রিকেটে জাদেজা মোট ৩,১২২ রান করার পাশাপাশি ২৯৯ উইকেট শিকার করেছেন। আশা করা হয়েছিল, দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারবেন।
কিন্তু, নাগাড়ে বৃষ্টির কারণে জাদেজার এই রেকর্ড আপাতত অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে রয়েছে। দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ২ দিন টানা বৃষ্টি হয়েছে। প্রথম দিন ৩৫ ওভারের খেলা আয়োজন করা গেলেও, দ্বিতীয় দিন এক ওভারও বল করা যায়নি। দুপুর আড়াইটে নাগাদ স্টাম্প ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি হবে। এই পরিস্থিতিতে জাদেজা তাঁর কাঙ্খিত রেকর্ড কায়েম করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।