শেষ আপডেট: 25th September 2024 15:17
দ্য ওয়াল ব্যুরো: সময় যত এগিয়ে আসছে, আইপিএল ২০২৫ মেগা অকশন নিয়ে জল্পনা ততই বাড়তে শুরু করছে। প্রতিদিন কোনও না কোন নতুন জল্পনার কথা শুনতে পাওয়া যাবে। সেই তালিকায় এবার যুক্ত হল চেন্নাই সুপার কিংস দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
শোনা যাচ্ছে, আসন্ন মেগা নিলামের আগেই চেন্নাই সুপার কিংস নাকি রবীন্দ্র জাদেজার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে। পাশাপাশি, আগামী মরশুমে জাদেজা নাকি কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে পারেন। যদিও এই ব্যাপারে কোনও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে চেন্নাই সুপার কিংস দলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, আগামী মরশুমে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির হাত ধরতে পারেন জাদেজা। এর পিছনে অবশ্য বেশ কয়েকটা কারণও রয়েছে।
চেন্নাই সুপার কিংস আগামী আইপিএল মরশুমে নতুন করে দলটাকে ঢেলে সাজাতে চাইছে। সেক্ষেত্রে তারা বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের হাত ছাড়তে পারে। শোনা যাচ্ছে, এই দলটা তরুণ প্রতিভার উপরেই বেশি করে ভরসা রাখতে শুরু করেছে। সূত্রের খবর ফ্র্যাঞ্চাইজির এই পরিকল্পনার সঙ্গে জাদেজা একেবারে খাপ খাওয়াতে পারছেন না। পাশাপাশি তাঁর মোটা অঙ্কের স্যালারিও একটা বড় কারণ হতে পারে।
কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে বরাবরই একটা ভারসাম্য দেখতে পাওয়া যায়। কিন্তু, দলের মধ্যে একজন অভিজ্ঞ অলরাউন্ডারের বরাবরই অভাব রয়েছে। জাদেজা যদি কেকেআর ব্রিগেডের হাত ধরেন, তাহলে এই শূন্যস্থান পূরণ হয়ে যাবে। বিশেষ করে দলের কঠিন সময়ে তিনি পারফরম্যান্স করে পরিস্থিতি হালকা করতে পারবেন। সবথেকে বড় কথা, জাদেজার মধ্যে যে অভিজ্ঞতা রয়েছে, সেটাতেও কলকাতা অনায়াসে কাজে লাগাতে পারে।
রবীন্দ্র জাদেজা সবসময়ই নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। সেকথা মাথায় রেখেই তিনি কলকাতা নাইট রাইডার্সে পা বাড়াতে পারেন। ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস দলের অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। এই পরিস্থিতিতে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া জাদেজার কাছে সত্যিই একটা চ্যালেঞ্জিং বিষয়। তবে কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসও যথেষ্ট সমৃদ্ধ। ইতিমধ্যে তারা তিনবার খেতাব জয় করেছে। সুতরাং, কেকেআর ব্রিগেডে জাদেজা শুধুমাত্র নিজের পারফরম্যান্সেই যে আরও ভাল করে শান দিতে পারবেন তা নয়, অভিজ্ঞতার দিকে তাকিয়ে তাঁকে দলের সহ অধিনায়কের পদও দেওয়া হতে পারে।