শেষ আপডেট: 28th October 2024 14:16
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের প্রথম দুটো ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এই দুটো ম্য়াচেই হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেইসঙ্গে এই সিরিজও হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার।
এবার সিরিজের শেষ ম্যাচটা আগামী ১ নভেম্বর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে আরও একবার পরিবর্তন দেখা যেতে পারে। তৃতীয় টেস্ট ম্য়াচে না'ও খেলতে পারেন রবীন্দ্র জাদেজা।
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টানা কয়েকটি সিরিজ খেলছেন। ইতিপূর্বে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজেও তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া গিয়েছিল। এই সিরিজে ব্যাটিং এবং বোলিংয়ে ধামাকাদার পারফরম্য়ান্স করেছিলেন। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তিনি যথেষ্ট ভালো পারফরম্য়ান্স করেছেন। তবে একটি বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, মুম্বইয়ে আয়োজিত তৃতীয় টেস্ট ম্য়াচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।
আসলে ওয়ার্কলোডের কথা মাথায় রেখে মনে করা হচ্ছে যে তৃতীয় টেস্ট ম্যাচে রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
নিউজিল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই টিম ইন্ডিয়া আবার অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে। এই সফরেও রবীন্দ্র জাদেজাকে দলে রাখা হয়েছে। সেকথা মাথায় রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্য়াচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট জাদেজাকে বিশ্রাম দিতে পারে।
যদি তৃতীয় টেস্ট ম্য়াচে রবীন্দ্র জাদেজা একান্তই বিশ্রাম দেওয়া হয়, তাহলে টিম ইন্ডিয়ার বিকল্প অলরাউন্ডারকে প্রথম একাদশে দেখা যেতে পারে। এই সিরিজে অক্ষর প্যাটেল টিম ইন্ডিয়া স্কোয়াডের সদস্য হলেও একটাও ম্য়াচ খেলার সুযোগ পাননি। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, মুম্বই টেস্টে তাঁকে সেই কাঙ্খিত সুযোগ দেওয়া হতে পারে।