শেষ আপডেট: 30th September 2024 14:50
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় তথা অন্তিম টেস্ট ম্যাচটি কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। খারাপ আউটফিল্ডের কারণে ২ দিন খেলা সম্ভব হয়নি। সোমবার (৩০ সেপ্টেম্বর) চতুর্থদিনে পা রেখেছে এই টেস্ট ম্য়াচ।
চতুর্থ দিন কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হয়ে গিয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ক্রিকেট দলের শেষ উইকেটটা শিকার করেন রবীন্দ্র জাদেজা। আর সেইসঙ্গে তিনি একটি ইতিহাসও কায়েম করেন। এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে জাদেজা এই কৃতিত্ব অর্জন করলেন।
কানপুর টেস্টের চতুর্থ ইনিংসে রবীন্দ্র জাদেজা মাত্র একটাই উইকেট শিকার করেন। এই এক উইকেট শিকারের পাশাপাশি তিনি ৩০০ উইকেটের চৌকাঠেও পা রাখেন। আপাতত রবীন্দ্র জাদেজা এশিয়ার অলরাউন্ডারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবথেকে দ্রুত ৩,০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেট শিকার করলেন। তবে গোটা ক্রিকেট বিশ্বে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে জাদেজা এই কৃতিত্ব কায়েম করলেন।
রবীন্দ্র জাদেজার থেকে দ্রুত এই রেকর্ড কায়েম করেছেন ইংল্যান্ডের প্রাক্তন বোলার ইয়ান বোথাম। ৭২ টেস্ট ম্য়াচেই বোথাম এই রেকর্ড কায়েম করেন। সেখানে জাদেজা ৭৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। এছাড়া ভারতের সপ্তম বোলার হিসেবে রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট শিকার করেছেন।
রবীন্দ্র জাদেজার এই সাফল্যের পর তাঁকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ। তিনি লিখেছেন, 'রবীন্দ্র জাদেজা, টেস্ট ম্যাচ ক্রিকেটে ৩০০ উইকেট শিকার করার জন্য আপনাকে অনেক অভিনন্দন। ক্রিকেটের এই দীর্ঘতম ফরম্যাটে আপনার শৃঙ্খলা এবং বল হাতে ধারাবাহিকতা টিম ইন্ডিয়ার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।'