শেষ আপডেট: 24th September 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে আপাতত ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ে আয়োজিত সিরিজের প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া বাংলাদেশকে ২৮০ রানে উড়িয়ে দেওয়ার পাশাপাশি ১-০ ব্যবধানে এগিয়েও গিয়েছে। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্থ।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচটি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজন করা হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই ম্যাচটা টিম ইন্ডিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি এই টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে।
বর্তমানে টেস্ট ক্রিকেটে রবীন্দ্র জাদেজা ৩,১২২ রানের পাশাপাশি ২৯৯ উইকেট শিকার করেছেন। কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে জাদেজা একটা উইকেট শিকার করতে পারলেই টেস্ট ক্রিকেটে তিন হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেট শিকার করতে পারবেন। ক্রিকেট বিশ্বে এখনও পর্যন্ত ১০ অলরাউন্ডার এই কৃতিত্ব অর্জন করেছেন। ১১ নম্বর ক্রিকেটার হিসেবে জাদেজা এই নজির গড়তে পারেন।
ভারত এবং বাংলাদেশের মধ্যে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার জয়ের পিছনে রবীন্দ্র জাদেজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথম ইনিংসে ভারত ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তৈরি করেন রবীন্দ্র জাদেজা। টিম ইন্ডিয়ার স্কোর ৩৭৬ রান পর্যন্ত নিয়ে যাওয়ার পিছনে এই জুটির অবদান অনস্বীকার্য।
প্রথম ইনিংসে জাদেজা ৮৬ রানে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে তিনি আর ব্যাট করার সুযোগ পাননি। এছাড়া বল হাতে তিনি প্রথম ইনিংসে দুটো এবং দ্বিতীয় ইনিংসে তিনটে উইকেট শিকার করেন।