শেষ আপডেট: 1st October 2024 11:27
দ্য ওয়াল ব্যুরো: 'ইয়ে কেয়া হুয়া? ক্যায়সে হুয়া?' কিশোরকুমারের এই জনপ্রিয় গানটি সকলের কাছেই বেশ জনপ্রিয়। কানপুর টেস্ট ম্যাচের শেষ দিনে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যদি গেয়ে থাকেন, তাহলে সেটা একেবারেই অবিশ্বাস্য হবে না। মঙ্গলবার (১ অক্টোবর) রবীন্দ্র জাদেজার বলে যেভাবে গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ক্লিন বোল্ড হলেন, তা দেখে তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না।
দিনের প্রথম সেশনেই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের উইকেট শিকার করে নেন টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডার। আর সেইসঙ্গে টাইগারবাহিনী যে যথেষ্ট চাপে পড়ে গেল, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
Shanto misses, Jadeja hits ????☝️#INDvBAN #JioCinemaSports #IDFCFirstBankTestSeries pic.twitter.com/HszJoiZrsy
— JioCinema (@JioCinema) October 1, 2024
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ২৮ ওভারের দ্বিতীয় বলে এই ঘটনাটি ঘটেছে। দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজার প্রথম বলেই নাজমুল হোসেন শান্ত রিভার্স সুইপ করতে যান। শেষপর্যন্ত, এই শট খেলে তাঁকে যথেষ্ট বিপাকে পড়তে হয়। তার থেকেও বড় কথা, গোটা বাংলাদেশ ক্রিকেট দলকে তিনি বিপদের মুখে ঠেলে দিলেন।
জাদেজার একটা স্ট্রেট ডেলিভারিতে রিভার্স সুইপ করতে যান শান্ত। কিন্তু, ব্যাটে-বলে কানেক্ট করতে পারলেন না তিনি। শান্ত এবং শাদমানের মধ্যে যে পার্টনারশিপ গড়ে উঠছিল, সেটা শেষপর্যন্ত জাদেজাই ভাঙলেন। ৩৭ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হল শান্তকে। জোড়া বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। টিম ইন্ডিয়া আপাতত বাংলাদেশের উপর ক্রমাগত চাপ তৈরি করতে চাইছে। সেই জায়গা থেকে এই উইকেটের গুরুত্ব অপরিসীম। ৩৪ ওভার শেষে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে। ৫২ রানে তারা এগিয়ে রয়েছে। চা-পানের বিরতির আগেই ভারতীয় বোলাররা বাংলাদেশকে অলআ্রউট করতে পারলে, টাইগারদের হোয়াইটওয়াশ করার একটা সুযোগ অবশ্যই থাকবে।