শেষ আপডেট: 24th December 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের তারকা অফস্পিনার চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝপথেই অবসর গ্রহণ করেন। অশ্বিনের আচমকা এই সিদ্ধান্ত সবাইকে কার্যত হতবাক করেছে। এই সিদ্ধান্তের কারণে ফেয়ারওয়েল ম্যাচ খেলারও সুযোগ পাননি তিনি। অবশেষে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন। অবসর গ্রহণের আসল কারণ জানালেন তিনি।
সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিন নিজের অবসর নিয়ে মুখ খুলেছেন। তিনি বললেন, 'আমি বেশ কয়েকবার অবসর গ্রহণের ব্যাপারে চিন্তা-ভাবনা করেছি। সবসময় মনে হয়েছে যে যেদিন মনে হবে এবার অবসর গ্রহণের সময় এসে গিয়েছে, সেদিনই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। আচমকাই আমার মনে হয়েছে, ভারতীয় ক্রিকেটকে দেওয়ার মতো আমার কাছে আর কিছু নেই। সেকারণে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।'
অন্যদিকে, ফেয়ারওয়েল ম্যাচ নিয়েও মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অফস্পিনার। অশ্বিনের কথায়, 'আমি সবসময় একটাই কথা মনে করতাম যে যতটা সহজভাবে সম্ভব, যেন অবসর গ্রহণ করতে পারি। কারণ সেলিব্রেশনে আমি একেবারে বিশ্বাসী নই। ভারতে প্রত্যেক ক্রিকেটারকে যেভাবে মাথায় তুলে রাখা হয়, সেটা আমার একেবারে পছন্দ নয়। একমাত্র ক্রিকেট খেলাকেই আমি প্রাধান্য দিতে ভালবাসি।' প্রসঙ্গত, চলতি বর্ডার-গাভাসকার ট্রফির জন্য অশ্বিনকে নির্বাচন করা হয়েছিল। এই সিরিজের তৃতীয় ম্যাচের পরই আচমকা অবসরের সিদ্ধান্ত নেন অশ্বিন। প্রথম তিনটে ম্যাচের মধ্যে মাত্র একটাতেই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
"It is the game that has always stood ahead of me" ????
— Sky Sports Cricket (@SkyCricket) December 23, 2024
An incredibly humble reflection of his retirement from Ravi Ashwin ???? pic.twitter.com/Xj5Od0kw8n
ভারতীয় ক্রিকেট দলের হয়ে রবিচন্দ্রন অশ্বিন শতাধিক টেস্ট ম্যাচ খেলেছেন। তিনি নিজের কেরিয়ার ১০৬ টেস্ট ম্যাচে মোট ৫৩৭ উইকেট শিকার করেছেন। এর পাশাপাশি ১১৬ ওয়ানডে ম্যাচে এই ক্রিকেটার ১৫৬ উইকেট শিকার করেছেন। পাশাপাশি ৬৫ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি মোট ৭২ উইকেট শিকার করেন। ৩৮ বছর বয়সি অশ্বিন ২০১০ সালে টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেন। প্রায় ১৪ বছর ক্রিকেট খেলার পর তিনি অবসর গ্রহণ করলেন।