শেষ আপডেট: 24th December 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন টিম ইন্ডিয়ার তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। জানিয়েছেন, নিজের কেরিয়ার নিয়ে তাঁর বিন্দুমাত্র আক্ষেপ নেই। এমনকী, টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটার হওয়া সত্ত্বেও যে অধিনায়কত্বের সুযোগ পাননি, তা নিয়েও নেই কোনও অভিমান।
যদিও তিনি যোগ করেছেন, ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাঁর মধ্যে ছিল। যদি এই সুযোগ তিনি পেতেন, তাহলে অবশ্যই সেটা উপভোগ করতেন। স্কাই স্পোর্টসকে দেওয়া ইন্টারভিউয়ে অশ্বিন বললেন, 'এই ব্যাপারটা সত্যিই খুব ইন্টারেস্টিং। আমি কী করতে পারি, আর কী পারি না, সেই ব্যাপারে নিজেই যথেষ্ট ওয়াকিবহাল। আমি যখন কেরিয়ার শুরু করেছিলাম, সেইসময় প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেছি। আমার অধিনায়কত্বে দল বেশ কয়েকটা টুর্নামেন্টও জিতেছে। আমি বিশ্বাস করি যে আমার মধ্যে অধিনায়কত্বের গুণাবলী অবশ্যই ছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব না দেওয়ার কোনও আক্ষেপ আমার মধ্যে নেই। কারণ সব বিষয় তো আর আমার হাতে থাকে না।'
ভারতীয় ক্রিকেট দলের হয়ে রবিচন্দ্রন অশ্বিন শতাধিক টেস্ট ম্যাচ খেলেছেন। তিনি নিজের কেরিয়ার ১০৬ টেস্ট ম্যাচে মোট ৫৩৭ উইকেট শিকার করেছেন। এর পাশাপাশি ১১৬ ওয়ানডে ম্যাচে এই ক্রিকেটার ১৫৬ উইকেট শিকার করেছেন। পাশাপাশি ৬৫ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি মোট ৭২ উইকেট শিকার করেন। ৩৮ বছর বয়সি অশ্বিন ২০১০ সালে টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেন। প্রায় ১৪ বছর ক্রিকেট খেলার পর তিনি অবসর গ্রহণ করলেন।
পাশাপাশি অশ্বিন আরও যোগ করেছেন, 'আমাকে যদি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সির সুযোগ দেওয়া হত, তাহলে সেই দায়িত্ব আমি ভালভাবে সামলাতে পারতাম।' প্রসঙ্গত, চলতি বর্ডার-গাভাসকার ট্রফির জন্য অশ্বিনকে নির্বাচন করা হয়েছিল। এই সিরিজের তৃতীয় ম্যাচের পরই আচমকা অবসরের সিদ্ধান্ত নেন অশ্বিন। প্রথম তিনটে ম্যাচের মধ্যে মাত্র একটাতেই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, বয়সভিত্তিক ক্রিকেট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের রাজ্যকে নেতৃত্ব দিয়েছিলেন অশ্বিন। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুই মরশুম (২০১৮ এবং ২০১৯) তিনি পঞ্জাব কিংসকেও নেতৃত্ব দেন। কিন্তু, টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলকে কখনও নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি তিনি। এমনকী, সহ অধিনায়কত্বের জন্যও তাঁর নাম কখনও মনোনীত করা হয়নি।