শেষ আপডেট: 6th January 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন সোশ্যাল মিডিয়ায় এক মারাত্মক ভুল করে ফেলেছেন। ব্যাপারটা প্রকাশ্যে আসতেই নেট নাগরিকদের মাথায় হাত! আসলে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহর নামে একটি ভুয়ো এক্স অ্যাকাউন্ট খোলা হয়েছিল। বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়ার পরাজয়ের পর সেই অ্যাকাউন্ট থেকে একটি বিদ্রুপ পোস্ট করা হয়েছিল। সেই পোস্টেই অশ্বিন রিপ্লাই করেন এবং দ্বিতীয় সন্তানের শুভেচ্ছা জানান। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে টুইট ডিলিট করে দেন তিনি।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। কিন্তু, এই সিরিজে টিম ইন্ডিয়া ১-৩ ব্যবধানে পরাস্ত হয়। পাশাপাশি ১০ বছর পর হাতছাড়া হয়েছে বর্ডার-গাভাসকার ট্রফিও। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রথমবার টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করতে পারেনি।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-য়ে @Nishitha018 নামের একটি অ্যাকাউন্ট থেকে টিম ইন্ডিয়ার পরাজয় নিয়ে একটি বিদ্রুপমূলক পোস্ট করা হয়েছিল। এই অ্যাকাউন্টটি রিতিকা সাজদেহর নামে চালানো হয়। প্রথমে অশ্বিন বুঝতে পারেননি যে অ্যাকাউন্টটা ভূয়ো। সেকারণে তিনি ওই পোস্টে রিপ্লাইও করেন। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে তিনি টুইট ডিলিট করে দেন।
ওই টুইটে লেখা হয়েছিল, 'অস্ট্রেলিয়া ভেবেছিল যে তারা হয় ক্লিন সুইপ করতে পারবে।' অশ্বিন প্রথমে বুঝতে পারেননি যে এটা রিতিকার অফিশিয়াল এক্স হ্যান্ডল নয়। সেকারণে তিনি প্রশ্ন করেন, 'হাই রিতিকা, কেমন আছ তুমি? তোমার পরিবার এবং ছোট সদস্যের জন্য আমার শুভেচ্ছা রইল।' ওই অ্যাকাউন্ট থেকে পালটা রিপ্লাই করা হয়, 'অশ্বিন আন্না, আমি ভালই আছি।' এরপর অশ্বিন নিজের ভুল বুঝতে পেরে টুইট ডিলিট করে দেন।
২০২৪-২৫ বর্ডার গাভাসকার ট্রফি চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু, আচমকা কেন তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। অনেকেই বলেন যে টিম ইন্ডিয়ায় 'ব্রাত্য' থাকার কারণেই তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। যদিও অশ্বিন জানান, আপাতত আইপিএল টুর্নামেন্টে তিনি খেলে যাবেন।
অন্যদিকে, এই টেস্ট সিরিজে রোহিত শর্মার ব্যাটেও রানের খরা দেখতে পাওয়া গিয়েছে। পাঁচ ইনিংসে তিনি মোট ৩১ রান করেন। এই খারাপ পারফরম্যান্সের কারণেই তিনি সিডনি টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করেন। যদিও পঞ্চম তথা সিরিজের অন্তিম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে পরাস্ত হয়েছে।