শেষ আপডেট: 24th October 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট দল যে ক'টি টেস্ট সিরিজ খেলেছে, অধিকাংশ সিরিজেই টিম ইন্ডিয়ার তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন কোনও না কোনও নতুন রেকর্ড গড়েছেন। ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচেও তেমনই নজির দেখতে পাওয়া গেল।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অফস্পিনার এখনও পর্যন্ত মোট তিন উইকেট শিকার করেছেন। আর সেইসঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে সর্বাধিক উইকেট শিকারের নয়া নজিরও কায়েম করেছেন।
ইতিপূর্বে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। সেইসময়ই টেস্ট ক্রিকেটে মোট উইকেট শিকারের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী কোর্টনি ওয়ালসের রেকর্ড ভেঙে দিয়েছিলেন অশ্বিন। ১৯৮৪ সাল থেকে ২০০১ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছিলেন ওয়ালস। আর সেইসঙ্গে তিনি মোট ৫১৯ উইকেট শিকার করেছিলেন।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিন এখনও পর্যন্ত মোট ১৮৮ উইকেট শিকার করেছেন। তাঁর ঠিক পিছনেই রয়েছেন অস্ট্রেলিয়ার তিনজন তারকা বোলার। নাথান লিয়ন (১৮৭ উইকেট), প্যাট কামিন্স (১৭৫ উইকেট) এবং মিচেল স্টার্ক (১৪৭ উইকেট)। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন পেস বোলার স্টুয়ার্ট ব্রড। তিনি ১৩৪ উইকেট শিকার করেছেন।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অশ্বিনের চোখ ধাঁধানো বোলিং গড়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি মাত্র ২০.৭৪ গড়ে বোলিং করেছেন। এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটে সাইকেলেই (২০১৯-২১, ২০২১-২৩ এবং ২০২৩-২৫) খেলেছেন তিনি।
টিম ইন্ডিয়ার এই ডানহাতি অফস্পিনার ৪৪.৪৫ স্ট্রাইক রেটে এই তিনটে সাইকেলে মোট ৩৯টি ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৭৪ ইনিংস। সেরা বোলিং পরিসংখ্যান ৭১ রানে ৭ উইকেট।
অন্যদিকে, ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে অনিল কুম্বলের পর দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকার করেছেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে কুম্বলে মোট ৬১৯ উইকেট শিকার করেছেন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় কুম্বলে চতুর্থ স্থানে রয়েছেন। আর অশ্বিন সাত নম্বরে। তিনি ১০৪ টেস্ট ম্য়াচে মোট ৫৩১ উইকেট শিকার করেছেন।