শেষ আপডেট: 28th September 2024 13:20
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। কিন্তু, চারটে সেশনের মধ্যে মাত্র ৩৫ ওভারই খেলা সম্ভব হয়েছে।
এই টেস্ট ম্যাচের প্রথম দিন আকাশ দীপ জোড়া উইকেট শিকার করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট দল তিন উইকেট হারিয়ে ১০৭ রান করেছে।
দ্বিতীয় দিন সকালেও অনবরত বৃষ্টি হয়েই চলেছে। সেকারণে এখনও পর্যন্ত এক ওভারও বল গড়ায়নি। এই পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন, এই টেস্ট ম্যাচ হয়তো ড্র-এর দিকেই এগিয়ে যাচ্ছে।
UPDATE ????
— BCCI (@BCCI) September 27, 2024
Due to incessant rains, play on Day 1 has been called off in Kanpur.
Scorecard - https://t.co/JBVX2gyyPf#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/HSctfZChvp
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় টিম ইন্ডিয়া আপাতত শীর্ষস্থানে রাজত্ব করছে। ১০ ম্যাচে তারা ৭১.৬৭ শতাংশ জয়লাভ করেছে। এই নিয়ে টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা তৈরি করতে পারে।
বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া যদি ২-০ ব্যবধানে জয়লাভ করতে পারে, তাহলে ফাইনালের টিকিট কনফার্ম করতে বাকি আটটা ম্যাচের মধ্যে রোহিত শর্মার দলকে মাত্র তিনটে ম্যাচ জিততে হবে। এই সিরিজের পর টিম ইন্ডিয়াকে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে।
কিন্তু বৃষ্টির কারণে কানপুর টেস্ট যদি ড্র হয়ে যায়, তাহলে ভারতীয় ক্রিকেট দলকে বাকি আটটা ম্যাচের মধ্যে অন্তত পাঁচটা জিততেই হবে।
সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দলকে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিততে হবে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার সিরিজে পাঁচটা টেস্ট ম্যাচের মধ্যে ভারতকে অন্তত দুটো জিততেই হবে। রাস্তাটা যে একেবারে সহজ হবে না, তা বলাই বাহুল্য।