শেষ আপডেট: 14th December 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো : শনিবার (১৪ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া গাব্বা টেস্ট ম্যাচ। এই ম্যাচের প্রথমদিন মাত্র ১৩.২ ওভারই খেলা হয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে প্রথমদিনের খেলা কার্যত ভেস্তে যায়। এই পরিস্থিতিতে দ্বিতীয় দিন ম্যাচ শুরুর সময় বদলে গেল।
ভারতীয় সময় অনুসারে এই ম্যাচের প্রথম দিন ভোর ৫টা ৫০ মিনিটে শুরু হয়েছিল। কিন্তু, দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার (১৫ ডিসেম্বর) থেকে বাকি চারদিনই ভোর ৫টা ২০ মিনিট থেকে এই ম্যাচ শুরু হবে। আর প্রতিদিন ৯৮ ওভার করে খেলা হবে। যদি আবহাওয়া সেই অনুমতি দেয় তাহলেই!
সেক্ষেত্রে বাকি চারদিনের ম্যাচ বেলা ১২টা ৫০ মিনিটে শেষ হবে। তবে যদি নির্ধারিত সময়ের মধ্যে ৯৮ ওভার কমপ্লিট না করা যায়, তাহলে এই চারদিন আরও আধঘণ্টা করে ম্যাচের সময় বাড়ানো যেতে পারে।
সেক্ষেত্রে এই চারদিন তিনটে সেশনের সময়ও সামান্য বদলাতে চলেছে। প্রথম সেশন খানিকটা দীর্ঘায়িত হতে পারে। তবে এই চারদিনই কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রতিদিন ৯৮ ওভার খেলা সম্ভব হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
প্রথম সেশন - ভোর ৫:২০ মিনিট থেকে সকাল ৭:৫০ মিনিট
দ্বিতীয় সেশন - সকাল ৮:৩০ মিনিট থেকে সকাল ১০:৩০ মিনিট
তৃতীয় সেশন - সকাল ১০:৫০ মিনিট থেকে বেলা ১২:৫০ মিনিট
তবে ৯৮ ওভারের খেলা সম্পূর্ণ করার জন্য বেলা ১:২০ মিনিট পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হতে পারে।
তবে রবিবাসরীয় সকালেও আবহাওয়া যে খুব একটা উন্নত হবে, এমন আশার আলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে গাব্বা টেস্ট যদি বৃষ্টির কারণে ড্র হয়ে যায়, তাহলে টিম ইন্ডিয়ার উপরেই চাপ বাড়বে। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালের দৌড়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানের ভিত আরও শক্ত করে ফেলবে। WTC ফাইনালে উঠতে গেলে ভারতকে আপাতত বাকি তিনটে ম্যাচই জিততে হবে। এমন কঠিন পরিস্থিতিতে ম্যাচ কোনদিকে ঘোরে, সেটাই আপাতত দেখার।