শেষ আপডেট: 23rd September 2024 18:56
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সোমবার এই সিরিজের দ্বিতীয় ম্যাচ আয়োজন করা হয়েছিল। প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়লাভের পর দ্বিতীয় ম্যাচেও টিম ইন্ডিয়া ৯ উইকেটে জয়লাভ করেছে। দুর্দান্ত শতরান করলেন সাহিল পারেখ (১০৯)।
এটা না হয় ম্যাচের আপডেট হল। তবে আশা করা হয়েছিল, টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ স্কোয়াডে রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়কে সুযোগ দেওয়া হবে। কিন্তু, প্রথম ২ ম্যাচে তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা দেওয়া হয়নি। এর পিছনে কী কারণ থাকতে পারে, আসুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা হেড কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড় ইতিপূর্বে মহারাজা ট্রফিতে মহীশূর ওয়ারিয়র্সের হয়ে খেলতে দেখা গিয়েছিল। কিন্তু, তাঁর ব্যাট একেবারে গর্জন করতে পারেনি। অনূর্ধ্ব-১৯ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচে সমিত দ্রাবিড়কে কেন টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হল না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট আপডেট পাওয়া যায়নি।
রাহুল দ্রাবিড় যেখানে টিম ইন্ডিয়ায় শুধুমাত্র একজন ব্যাটার হিসেবেই খেলে গিয়েছেন, সেই জায়গায় সমিত দ্রাবিড় একজন অলরাউন্ডার হিসেবে পারফরম্যান্স করেন। ব্যাটিংয়ের পাশাপাশি সমিত দরকারের সময় বলও করতে পারেন। জুনিয়র স্তরে তিনি বিসিসিআই-এর ঘরোয়া টুর্নামেন্ট কুচবিহার ট্রফিতে কর্নাটকের হয়ে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছিলেন।
টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামে। ৪৯.৩ ওভারে মাত্র ১৭৬ রানে অলআউট হয়ে যায়। টিম ইন্ডিয়ার হয়ে দুটো করে উইকেট শিকার করেন সমর্থ নাগরাজ, মহম্মদ এনান এবং কিরণ চোরমালে। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন যুধাজিৎ গুহ এবং হার্দিক রাজ।
এরপর ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল। শুরুতেই আউট হয়ে যান টিম ইন্ডিয়ার ওপেনার রুদ্র প্যাটেল। তবে দলের অপর ওপেনার সাহিল পারেখ ৭৫ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিলেন। তাঁর এই ইনিংসে ১৪ বাউন্ডারি এবং পাঁচটি ছক্কা রয়েছে। ১৪৫.৩৩ স্ট্রাইক রেটে বল করলেন তিনি। তবে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিজ্ঞান কুণ্ডু। তিনি ৫০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ৯ বাউন্ডারি হাঁকালেও তিনি একটাও ছক্কা হাঁকাননি।