শেষ আপডেট: 11th January 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: ভারতের কিংবদন্তী ক্রিকেটারদের মধ্যে একজন হলেন রাহুল দ্রাবিড়। ১৯৯৬ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন। এই ১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে তিনি মোট ৫০৯ ম্যাচ খেলেছেন। করেছেন ২৪ হাজারের বেশি রান। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৪৮ শতরান বেরিয়ে এসেছে।
কিন্তু, আপনারা কী জানেন যে রাহুল দ্রাবিড় একবার ভারত ছেড়ে স্কটল্যান্ডের হয়ে খেলতে শুরু করেছিলেন। স্কটল্যান্ডের হয়ে তিনি রানের বন্যা বইয়ে দিয়েছিলেন। মাত্র ১১ ইনিংসেই করেছিলেন ৬০০ রান। এখানে প্রশ্ন হল, কেন রাহুল দ্রাবিড়কে ভারত ছেড়ে স্কটল্যান্ডের হয়ে খেলতে হল? আসুন, জেনে নেওয়া যাক।
২০০৩ সালের মার্চ মাসে টিম ইন্ডিয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিল। এরপর অফ সিজনে ভারতীয় ক্রিকেট দলের কোচ জন রাইট তাঁকে কাউন্টি খেলার পরামর্শ দেন। ইতিমধ্যে তাঁকে দুর্দান্ত ফর্মে দেখতে পাওয়া যায়। টেস্ট ম্যাচেও নজরকাড়া পারফরম্যান্স করেন। কিন্তু, ওয়ানডে ম্যাচে তিনি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না।
আর সেকারণেই রাহুল দ্রাবিড় ন্যাশনাল ক্রিকেট লিগে স্কটল্যান্ড দলে যোগ দিয়েছিলেন। এরপর স্কটিশ ক্রিকেট দলের হয়ে তিনি মোট ১২ ম্যাচ খেলেন। এরমধ্যে ১১টি ছিল একদিনের ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধেও একটি ট্যুর গেম খেলেন তিনি। যদিও প্রত্যেকটাই ছিল কাউন্টি ম্যাচ। কোনওটাই আন্তর্জাতিক ম্যাচ ছিল না।
স্কটল্যান্ডের হয়ে রাহুল দ্রাবিড়ের শুরুটা ভাল হয়নি। প্রথম ম্যাচে মাত্র ২৫ রান করে আউট হয়ে যান। দ্বিতীয় ম্যাচে তিনি পাকিস্তানের বিরুদ্ধে রানের খাতা না খুলেই আউট হয়ে যান। কিন্তু, এরপর থেকেই নিজেদের জাত চেনাতে শুরু করেন। ইংল্যান্ডের কাউন্টি দল সমারসেটের হয়ে তিনি ৯৭ বলে ১২০ রান করেছিলেন। এরপর থেকে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
ওয়ানডে টুর্নামেন্টে রাহুল দ্রাবিড় ১১ ম্যাচে ৬৬.৬৬ ব্যাটিং গড়ে মোট ৬০০ রান করেছেন। এরমধ্যে দুটো সেঞ্চুরি এবং আটটি হাফসেঞ্চুরি করেছিলেন। এরপর ওয়ানডে ম্যাচে তাঁকে নয়া অবতারে দেখতে পাওয়া যায়। ভারতীয় ক্রিকেট দলেও তাঁর পারফরম্যান্সে যথেষ্ট উন্নতি হয়েছিল। স্কটল্যান্ডে খেলার সময় ওখানকার ভারতীয়রা তাঁকে যথেষ্ট সাহায্য করেছিলেন। তাঁর জন্য টাকা-পয়সার যথেষ্ট ব্যবস্থা করেছিলেন।