শেষ আপডেট: 3rd January 2025 09:37
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গৌতম গম্ভীর গ্রহণ করার পর থেকেই দৈন্যদশা শুরু হয়ে গিয়েছে। একের পর এক সিরিজে লজ্জাজনক পারফরম্য়ান্সের কারণে টিম ইন্ডিয়া ইতিমধ্যে কোণঠাসা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের একাংশ দাবি করতে শুরু করেছেন, রাহুল দ্রাবিড়কেই আবারও হেড কোচের কুর্সিতে ফিরিয়ে আনা হোক।
গম্ভীরের সেই অর্থে কোনও কোচিং অভিজ্ঞতা নেই বললেই চলে। আইপিএল টুর্নামেন্টে তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করেছিলেন। গৌতম দায়িত্ব গ্রহণ করার পর ইতিমধ্যে ৬ মাস কেটে গিয়েছে। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স জঘন্য থেকে জঘন্যতর হচ্ছে। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স যথেষ্ট হতাশা বাড়াবে।
টিম ইন্ডিয়া ঘরের মাটিতে বাংলাদেশকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছিল। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের যাওয়া কার্যত নিশ্চিত ছিল। কিন্তু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর সেই স্বপ্ন কিছুটা হলেও ধাক্কা খায়।
আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। সিডনি টেস্টের যা হাল, তাতে এই ম্য়াচটাও জিততে পারবে কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে WTC ফাইনালের দরজাও টিম ইন্ডিয়ার সামনে বন্ধ হয়ে যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার পর টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে পরাস্ত হয়েছে। যদিও লঙ্কাবাহিনীর বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছিল ভারত। এরপর বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে। কিন্তু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেরাই হোয়াইটওয়াশ হয়ে যায়। আর চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতেও পিছিয়ে রয়েছে ভারত। গত বছর নভেম্বর মাসে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতলেও, গম্ভীর দলের হেড কোচ ছিলেন না। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব ছিল ভিভিএস লক্ষণের হাতে।
অন্যদিকে, ২০২১ টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পরই রাহুল দ্রাবিড়ের হাতে টিম ইন্ডিয়ার কোচিং তুলে দেওয়া হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে ক্রিকেটের তিন ফরম্য়াটেই টিম ইন্ডিয়ার পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছিল।
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া তিন বছরে ২৪ টেস্ট ম্য়াচ খেলেছে। এরমধ্যে ১৪ ম্যাচ জিতেছে, আর হেরেছে সাতটি। এই রেকর্ড যে যথেষ্ট প্রশংসনীয়, তা বলার অপেক্ষা লাগে না।
দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল ১৩টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে। এরমধ্যে ১০টা জিতেছে টিম ইন্ডিয়া। রাহুল এবং রোহিতের জুটিতে ভারতীয় ক্রিকেট দল ৫৬টি একদিনের ম্যাচের মধ্যে ৪১ ম্যাচে জয়লাভ করেছে।
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় টি-২০ ক্রিকেট নবজন্ম লাভ করেছে। ২০২৪ সালে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপের খেতাবও জয় করেছে। প্রসঙ্গত, টিম ইন্ডিয়া ৭৭ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচের মধ্যে ৫৫টি জিততে পেরেছে।