শেষ আপডেট: 13th November 2024 16:05
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার প্রাক্তন চ্যাম্পিয়ন কোচ রাহুল দ্রাবিড়কে ২০২৫ আইপিএল টুর্নামেন্টে দেখতে পাওয়া যাবে। নতুন মরশুমে তিনি রাজস্থান রয়্যালসের হাত ধরেছে। আপাতত তিনি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দলের নতুন রণনীতি তৈরি করছেন।
ইতিমধ্যে, রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে গার্লস কাপ আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্টের ফাইনালে রাহুল বিশেষ অতিথি হিসাবে মাঠে এসেছিল। ভাইরাল হওয়া একটি ভিডিওয় 'মিস্টার ডিপেন্ডেবল'কে ব্যাট করতে দেখা যায়। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচকে ছোট ছোট মেয়েরা বল করছিলেন। কিন্তু, একজনের বোলিং দেখে রাহুল অবাক হয়ে যান।
“Hey maa and paa, I just won the Girls Cup, bowled to Rahul Dravid and he took a moment to pause and clap for me too!” ???????? pic.twitter.com/55NLXZ4atw
— Rajasthan Royals (@rajasthanroyals) November 12, 2024
রাজস্থান রয়্যালসের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই তাঁকে একেবারে বাচ্চা মেয়েদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায়। এই ভিডিওয় বেশ কয়েকজন বাচ্চা মেয়ে রাহুলকে বল করেন।
ইতিমধ্যে রাহুল বেশ কয়েকটি বলে পরাস্ত হন। এমন বোলিং দেখার পর তিনি বাচ্চা মেয়েদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।
???????????? ???????????????????????????????????????????????????? ????????????????-????????????????! ????
— BCCI (@BCCI) July 2, 2024
The sacrifices, the commitment, the comeback ????
????️ #TeamIndia Head Coach Rahul Dravid's emotional dressing room speech in Barbados ???????? #T20WorldCup pic.twitter.com/vVUMfTZWbc
রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'মা-বাবা, তোমরা কি শুনতে পাচ্ছ? আমরা সবেমাত্র গার্লস কাপ জিতলাম। রাহুল দ্রাবিড়কে বল করেছি। উনিও আমাদের প্রশংসা করলেন।'
প্রসঙ্গত, রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ খেতাব জয় করেছে। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই বিসিসিআই-এর সঙ্গে দ্রাবিড়ের চুক্তি শেষ হয়ে যায়। রাহুলের পর গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার নয়া হেড কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে।