শেষ আপডেট: 10th January 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: যে-রাঁধে সে চুলও বাঁধে। মারকুটে বলে যার সুনাম, তার দক্ষতার তালিকায় রয়েছে জমাটি রক্ষণ-ও। তামাম ক্রিকেট মহল তাকে রণ্ং দেহী মূর্তিতেই চেনে। পরিবেশ, পরিস্থিতি যাই হোক না কেন, ব্যাকরণের বাইরে শট খেলায় তার জুড়ি মেলা ভার। ঋষভ পন্থের এই চিরাচরিত অবতার তাকে নিন্দা, প্রশংসা—দুই-ই দিয়েছে।
এই প্রেক্ষিতে ঠিক উল্টো সুর গাইলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন। তাঁর দাবি, আক্রমণাত্মক তো বটেই, রক্ষণাত্মক শট খেলাতেও নাকি ঋষভের জুড়ি মেলা ভার! পন্থ-তুল্য ডিফেন্স তিনি খুব কম দেখেছেন। তার মতো ডিফেন্সিভ স্কিল নাকি এই মুহূর্তে খুব কম ব্যাটসম্যানের রয়েছে।
নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে অশ্বিন বলেন, ‘ডিফেন্স করতে গিয়ে খুব কম সময়েই আউট হয়েছে পন্থ। এই বিষয়ে সে অন্যতম সেরা। বিশেষ করে সফট হ্যান্ড ডিফেন্সে পন্থ ভীষণ-ই দক্ষ। নেটে আমি ওকে প্রচুর বল করেছি। কিন্তু পন্থ ব্যাটে খোঁচা মেরে, বোল্ড হয়ে কিংবা পায়ে লেগে আউট হয়নি।‘
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকার ট্রফিতে দুর্দান্ত শুরু করেও ঝুঁকিপুর্ণ শট খেলে একাধিকবার আউট হয়েছে ঋষভ। তার জন্য অনেকে পন্থের সমালোচনা করেছেন। বিশেষ করে সুনীল গাভাসকার। কমেট্রি বক্সে মাইক হাতে ‘নির্বোধ! নির্বোধ!’ বলে চেঁচিয়ে উঠেছিলেন তিনি। পরে সিডনি টেস্টে পরিণত ব্যাটিংয়ের সৌজন্যে সানি-র প্রশংসাও কুড়িয়েছিল পন্থ।