শেষ আপডেট:
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি মুক্তি পেয়েছে পুষ্পা সিনেমার দ্বিতীয় ভাগ। পুষ্পা ২ : দ্য রাইজিং। সিনেমাটির বেশ কয়েকটি দৃশ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি করেছেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া নাকি এই সিনেমায় অভিনয় করেছেন। সত্যিই কি তাই? আসুন, গোটা ঘটনাটি জেনে নেওয়া যাক।
সোশ্যাল মিডিয়ায় একাংশ দাবি করছেন যে সিনেমার প্রধান ভিলেনের চরিত্রে নাকি ক্রুনাল অভিনয় করেছেন। এমনকী, সিনেমার শেষ দৃশ্যে তাঁর অভিনয় নাকি সকলের নজরও কেড়েছে। প্রথমেই একটা ব্যাপার স্পষ্ট করে দেওয়া ভাল যে ক্রুনাল এই সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেননি। এমনকী, কোনও অতিথি চরিত্রেও তাঁকে দেখা যায়নি।
তাহলে? যে অভিনেতার সঙ্গে ক্রুনালের তুলনা করা হচ্ছে, তিনি আসলে তেলুগু সিনেমার একজন পরিচিত মুখ। নাম তারক পোন্নাপ্পা। এই সিনেমায় তিনি বাগ্গি রেড্ডির ভূমিকায় অভিনয় করেছেন।
পুষ্পা ২ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড কায়েম করে চলেছে। পাশাপাশি আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্ধানার অভিনয়ও যথেষ্ট প্রশংসা কুড়োচ্ছে। কিন্তু, তারক পোন্নাপ্পার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে। অনেকেই তাঁকে ক্রুনাল পান্ডিয়ার সঙ্গেও মজা করে তুলনা করছেন।
krunal pandya acted in puspa 2 ?#puspha2therule pic.twitter.com/cLgFz0LTZh
— Investment Zone (@reddy73375) December 10, 2024
Krunal Pandya was too good in Pushpa 2. pic.twitter.com/JeUsbjynpo
— R A T N I S H (@LoyalSachinFan) December 9, 2024
I didn't know #RCB blood Krunal Pandya was playing the villain in #Pushpa2TheRule pic.twitter.com/m7G0a7M0DX
— desi sigma (@desisigma) December 8, 2024
ভাইরাল হওয়া এই মিমের বন্যা তারকেরও চোখে পড়েছে। তিনি সেকথা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও জানিয়েছেন। সঙ্গে মজা করে লিখেছেন, 'বন্ধুগণ, তারক পোন্নাপ্পাকেও কিছুটা কৃতিত্ব দিন।' এরপর বেশ কয়েকটা হাসির ইমোজিও দিয়েছেন। সঙ্গে আরও যোগ করেছেন, 'ক্রুনাল পান্ডিয়া, আপনার জন্য অনেকটা ভালবাসা রইল।'
অন্যদিকে, ক্রুনাল পান্ডিয়া আপাতত নিজের কেরিয়ারের ভিত শক্ত করতে ব্যস্ত। গত আইপিএল টুর্নামেন্টে তিনি লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন। কিন্তু, এবার তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে। সম্প্রতি আইপিএল মেগা অকশনে তিনি ৫.৭৫ কোটি টাকা পেয়েছেন।