শেষ আপডেট: 15th August 2024 15:41
দ্য ওয়াল ব্যুরো: সমাজের সর্বস্তরে আরজি কর কাণ্ডের প্রভাব পড়েছে। বাইরে নেই খেলার মাঠও। গতরাতে দেখা গিয়েছিল, তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সারা রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। বুধবার গভীর রাতেই ন্যায় বিচার চেয়ে পথ দখল করেছিলেন বাংলার মহিলারা।
এবার সরব হল বাংলা শিবিরও। দলীপ ট্রফি ও আসন্ন রঞ্জি ট্রফির জন্য বাংলা ক্রিকেট দলের আবাসিক শিবির শুরু হয়েছে সিউড়ি এমজি আর স্টেডিয়ামে। প্রাক মরশুম প্রস্তুতির জন্য বাংলা দলের সকল ক্রিকেটার ওই আবাসিক শিবিরে রয়েছেন।
বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবসের মুহূর্তে বাংলা শিবিরে পতাকা উত্তোলন করা হয়েছে। এমনকী দুই মিনিট নীরবতা পালন করা হয় আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায়। দোষীদের শাস্তি দাবি করা হয় বাংলা ক্রিকেটারদের তরফে। পাশাপাশি ওই প্রয়াত তরুণী চিকিৎসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। ওই শিবিরে রয়েছেন ঋদ্ধিমান সাহা, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদাররা। এমনকী কোচ লক্ষ্মীরতন শুক্লা ও বোলিং কোচ শিবশঙ্কর পালও ছিলেন।
এর আগে বাংলা ক্রিকেটের সেরা আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে দাবি করেছিলেন, ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে।