শেষ আপডেট: 5th January 2025 14:51
দ্য ওয়াল ব্যুরো : শেষ হল ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়া ১-৩ ব্যবধানে হেরে গিয়েছে। ১০ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বর্ডার-গাভাসকার ট্রফি দেশে ফেরাতে পারল ক্যাঙারু বাহিনী। এই সিরিজে ভারত হেরে গেলেও বিরাট কোহলির অবসর নিয়ে বড় মন্তব্য করলেন প্যাট কামিন্স।
এই টেস্ট সিরিজটা বিরাট কোহলির খুব একটা ভাল যায়নি। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি শতরান করলেও, বাকি ইনিংসে বিরাটের ব্যাটের গর্জন শুনতে পাওয়া যায়নি। প্রত্যেকবারই তিনি অফ-স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছেন। এই সিরিজে মোট ৮ বার তাঁকে স্লিপ অঞ্চলে ক্যাচ দিয়ে ধরতে হয়েছে প্যাভিলিয়নের রাস্তা। ইতিমধ্যে শোনা যাচ্ছে, এই বর্ডার-গাভাসকার ট্রফির পরই নাকি কিং কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন। এই প্রসঙ্গে কামিন্সকে জিজ্ঞাসা করা হলে, তিনি ব্যাপারটা যথেষ্ট 'দুঃখজনক' বলে উল্লেখ করেন।
বিরাট প্রসঙ্গে কামিন্স বললেন, 'আমাদের মধ্যে যথেষ্ট লড়াই হয়েছে। ও রান করার বাইরেও গোটা ম্যাচে একটা আলাদা প্রাণ সঞ্চার করেছিল। কখনও সেটা ভাল ছিল, কখনও বা আবার বিপক্ষকে চোখ রাঙানোর জন্য যথেষ্ট। আমার মনে হয়, এটা ওর পরিকল্পনার মধ্যেই ছিল।'
সেইসঙ্গে কামিন্স আরও যোগ করলেন, 'ওর বিরুদ্ধে খেলাটা আমি সবসময়ই উপভোগ করি। গত এক দশক কিংবা তার বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম তারকা ব্যাটার কোহলি। ওর উইকেটটা শিকার করতে পারলেই অর্ধেক ম্যাচ জেতা হয়ে যায়। সেক্ষেত্রে যদি এটা ওর শেষ টেস্ট সিরিজ হয়, তাহলে আমি বেশ দুঃখই পাব।'
প্রসঙ্গত, সিডনি টেস্টে অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়লাভ করেছে। এই জয় প্রসঙ্গে কামিন্স বললেন, 'খুব গর্ব হচ্ছে। পারথে আমরা নিজেদের সেরা পারফরম্যান্স করতে পারিনি। তবে ভারতের সঙ্গে খেলতে নেমে প্রত্যেকটা ম্যাচ আমরা যথেষ্ট উপভোগ করেছি। ভারতের বিরুদ্ধে খেলতে আমার বরাবরই ভাল লাগে। এমন দলের বিরুদ্ধে খেলা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমরা যে জয় অর্জন করতে পেরেছে, তা নিয়ে গর্ব হওয়া দরকার। এই সিরিজে অস্ট্রেলিয়ার তিনজন ক্রিকেটার ডেবিউ করেছিল। তারাও বেশ ভাল পারফরম্যান্স করেছে। আমি নিজের পারফরম্যান্স নিয়েও যথেষ্ট খুশি।'