শেষ আপডেট: 25th November 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়া ক্রিকেটে কার্যত অন্ধকার ঘনিয়ে এল। যে পারথ অজি ক্রিকেটারদের সবচেয়ে শক্তিশালী দূর্গ ছিল, সেটাই চুরমার করে দিল টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্ট ম্য়াচে ভারত ২৯৫ রানে জয়লাভ করেছে। সেইসঙ্গে এই সিরিজে অস্ট্রেলিয়া ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া।
আর এই টেস্ট ম্য়াচ হারের পর কার্যত লজ্জায় মুখ লুকোচ্ছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স। বুমরাহের সঙ্গে এই ম্য়াচ নিয়ে তিনি এতটাই আলোচনায় ব্যস্ত ছিলেন যে অ্যাডাম গিলক্রিস্টের ডাক পর্যন্ত প্রথমে শুনতে পেরেন তিনি। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসেন।
কামিন্স বলেন, 'এককথায় এই ফলাফল যথেষ্ট হতাশার। আমরা যথেষ্ট ভাল প্রস্তুতি গ্রহণ করেছিলাম। সকলে এই ম্য়াচ খেলার জন্য মুখিয়েও ছিল। কিন্তু, শেষপর্যন্ত ফলাফল আমাদের পক্ষে আসেনি। আমরা অনেককিছু করার চেষ্টা করেছিলাম। কিন্তু, অধিকাংশ পরিকল্পনাই ব্যর্থ হয়েছে। এটাই আসল পার্থক্য গড়ে দিয়েছে।'
সঙ্গে তিনি আরও জানালেন, 'আমরা এই সিরিজে যে কোনও মূল্যে কামব্যাক করতে চাই। মাঝখানে ২ দিন বিশ্রাম নিয়ে অ্যাডিলেডে আবারও অনুশীলনে ফিরব।'
টিম ইন্ডিয়ার কাছে এই জয় যে কার্যত ঐতিহাসিক তা বলা যেতেই পারে। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশের পর এমন কামব্যাক সত্যিই প্রশংসনীয়।
আগামী ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ম্য়াচ অ্যাডিলেডে খেলতে হবে ভারতকে। গোলাপি বলের ম্য়াচ টিম ইন্ডিয়ার কাছে খুব একটা সহজ হবে না। তবে এই পারফরম্য়ান্স যদি তারা ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই লড়াইটা বেশ জমাটি হবে।