শেষ আপডেট: 17th September 2024 20:02
দ্য ওয়াল ব্যুরো: সূর্যকুমার যাদবকে নকল করতে গিয়ে কার্যত ল্যাজেগোবরে অবস্থা হল পাকিস্তানের এক ক্রিকেটারের। সেই ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর ভিডিওটি প্রকাশ্যে আসার পর ক্রিকেট বিশ্বের হাসি আর থামতেই চাইছে না।
বর্তমানে চ্যাম্পিয়ন্স ওয়ান-ডে কাপ খেলছেন পাকিস্তান ক্রিকেটাররা। গত ১৪ সেপ্টেম্বর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ডলফিনস বনাম প্যান্থার্স ম্যাচের আয়োজন করা হয়েছিল।
প্রথমে ব্যাট করতে নেমে প্যান্থার্সরা ৩২৯ রানের একটা বিশাল টার্গেট সেট করেছিল। দ্বিতীয় ইনিংসের ১৮ ওভারে উসামা মিরের বোলিংয়ে শক্তিশালী শট হাঁকান মহম্মদ আকলাখ। বলটা সোজা লং অনের দিকে যায়। ঠিক সেখানেই দাঁড়িয়ে ছিলেন সাঈম আইয়ুব।
একটা সময় দেখে মনে হচ্ছিল, বলটা আইয়ুবের নাগালের মধ্যেই রয়েছে। বলটা তালুবন্দি করলেও, শরীরের ভারসাম্য তিনি ধরে রাখতে পারেননি। আইয়ুব ভেবেছিলেন যে দ্বিতীয় প্রচেষ্টায় হয়ত ক্যাচটা তিনি ধরতে পারবেন। কিন্তু, সে গুড়ে বালি! অবশেষে বলটা বাউন্ডারির বাইরে চলে যায়। আর আকলাখের স্কোর কার্ডে ৬ রান যুক্ত হয়েছে।
Pakistan's Surya Kumar Yadav
— SURESH YADAV (@MyWaySkyWay17) September 16, 2024
| #PakistanCricket | pic.twitter.com/30X6Z2UQs5
এই দৃশ্য দেখার পর অনেকেই সূর্যকুমার যাদবের প্রসঙ্গ টেনে আনেন। বিশ্বকাপের ফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকা খেলতে নেমেছিল। ম্যাচের একেবারে শেষবেলায় দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য আর ১৬ রান দরকার ছিল।
সেইসময় প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার ছক্কা হাঁকানোর চেষ্টা করেন। লং অফে দাঁড়িয়ে ছিলেন সূর্যকুমার যাদব। তিনি অসাধারণ দক্ষতায় ক্যাচটা ধরেন। প্রথম প্রচেষ্টায় বলটা নিয়ে হাওয়ায় ছুড়ে দেন। এরপর এক লহমায় বাউন্ডারির ভিতরে গিয়ে ফের বাইরে বেরিয়ে আসেন এবং ক্যাচটা শেষপর্যন্ত ফিনিশ করেন। এই ক্যাচটাই গোটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল।