শেষ আপডেট: 21st September 2024 18:23
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। যত দিন যাচ্ছে, আম্পায়ারিংয়ের মান ততই যেন খারাপ হয়ে যাচ্ছে। সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন ওই দেশেরই ক্রিকেটার ফাহিম আশরফ। তিনি স্পষ্ট জানান, আম্পায়ারদের সঙ্গে সম্পর্ক ভাল থাকলে, ক্রিকেটাররা অতিরিক্ত সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। যদিও এই ভাল সম্পর্কের আড়ালে ম্যাচ গড়াপেটার মতো কাজকর্ম হয় কি না, সেই ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু উল্লেখ করেননি।
বর্তমানে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স কাপ আয়োজন করা হচ্ছে। এই একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় ডলফিন্স দলের হয়ে খেলছেন আশরফ। তিনি বলেন, 'পাকিস্তানে একটাও ভালো মানের আম্পায়ার নেই। ঘরোয়া ক্রিকেটে তো আম্পায়ারিংয়ের মান আরও জঘন্য। কারণ একটাই। কোনও টেলিভিশন চ্যানেলে এই ক্রিকেট ম্যাচ সম্প্রচার করা হয় না। ফলে যেমন খুশি আম্পায়ার সাজো প্রতিযোগিতা যেন চলতে থাকে।'
পাশাপাশি তিনি আরও যোগ করেন, 'এখানে তো রক্ষে নেই। পাকিস্তানের ক্রিকেটাররা তো আম্পায়ারদের পরম বন্ধু। প্রত্যেকে একে অপরের মোবাইল ফোনে নম্বর সেভ করে রাখেন। সকলেই একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন।'
সবশেষে খানিক হতাশার সুরেই তিনি বললেন, 'আমাদের আম্পায়ারিংয়ের মান যে কতটা খারাপ, সেটা চ্যাম্পিয়ন্স কাপে সবাই বুঝতে পারছেন। দিনের পর দিন আম্পায়ারিংয়ের মান যে কোথায় এসে ঠেকেছে, সেটা যারা নিয়োগ করছে তাদের দেখা দরকার।'