শেষ আপডেট: 6th December 2024 08:46
দ্য ওয়াল ব্যুরো : জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে বড়সড় অঘটনের সাক্ষী রইল পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচে মেন ইন গ্রিন ২ উইকেটে হেরে গিয়েছে।
এই ম্যাচে ১ বল বাকি থাকতেই জিম্বাবোয়ে ১৩৩ রানের টার্গেট অর্জন করে। ইনিংসের শেষ ওভারে টিনোন্টেডা মাপোসা দুর্দান্ত বল করলেন এবং ৪ বলে মাত্র ১২ রান দিয়ে দলের জয় স্মরণীয় করে রাখলেন।
এই সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়লাভ করলেও, তৃতীয় ম্যাচে পরাজয় নিয়ে ইতিমধ্যে ক্রিকেট দুনিয়ায় হাসাহাসি শুরু হয়েছে। অনেকে তো মশকরা করছেন, যে দল জিম্বাবোয়েকে হারাতে পারে না, তারা নাকি আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্ন দেখছে।
প্রসঙ্গত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, নিরাপত্তার কারণে তারা পাকিস্তান যেতে পারবে না। এই পরিস্থিতিতে আইসিসি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করার পরামর্শ দিয়েছে।
গত কয়েকমাস ধরেই ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছে। তবে আগামী ৭ তারিখ যাবতীয় জট খুলে যাবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, ২০২৭ সাল পর্যন্ত ভারত যেমন পাকিস্তানে কোনও আইসিসি আয়োজিত টুর্নামেন্ট খেলতে যাবে না, তেমন পাকিস্তানও ভারতে খেলতে আসবে না। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।