শেষ আপডেট: 8th January 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্য়াচটা পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে করাচিতে আয়োজন করা হবে। এই টুর্নামেন্ট শুরু হতে আর খুব বেশিদিন বাকি নেই। কিন্তু, এখনও পর্যন্ত পাকিস্তানের স্টেডিয়ামই সম্পূর্ণ প্রস্তুত হয়নি।
জানা গিয়েছে, কয়েকটা স্টেডিয়ামের আউটফিল্ড এবং পিচ সংক্রান্ত কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে। সেকারণে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কবে শেষ হবে কাজ? টুর্নামেন্ট শুরুর আগে আদৌ শেষ হবে তো?
টাইমস অফ ইন্ডিয়ার স্পোর্টস এডিটর সাহিল মলহোত্র নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র ১ মাস সময়ই বাকি রয়েছে। কিন্তু, পাকিস্তানে এখনও পর্যন্ত মাঠই প্রস্তুত করা হয়নি। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এখনও পর্যন্ত তৈরি করা হয়নি। আইসিসি এই পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আমেরিকার পর আরও একবার সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দয়া করে এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে স্থানান্তর করা হোক!'
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল আগামী ২০ ফেব্রুয়ারি থেকে নিজেদের অভিযান শুরু করবে। তবে ২৩ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্য়াচের জন্য অপেক্ষা করছে গোটা ক্রিকেট বিশ্ব। যদিও এখনও পর্যন্ত এই ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে, আগামী ১২ জানুয়ারির মধ্যে ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হবে।