শেষ আপডেট: 9th October 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিন ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। সিরিজের প্রথম ম্য়াচটা খেলা হচ্ছে মুলতানে। প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।
কিন্তু, এই ম্যাচের প্রতি পাকিস্তান ক্রিকেট সমর্থকরা কোনও আগ্রহই দেখাচ্ছেন না। গোটা স্টেডিয়াম খালি পড়ে রয়েছে। স্টেডিয়ামের অধিকাংশ স্ট্যান্ডই কার্যত ফাঁকা পড়ে রয়েছে। আর সেকারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে হল।
পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যে আয়োজিত চলতি টেস্ট ম্য়াচে দর্শকদের বিশেষ আগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে না। গোটা স্টেডিয়ামই কার্যত খালি পড়ে রয়েছে। এমন পরিস্থিতি দেখার পর ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল আথারটন কড়া সমালোচনা করলেন।
তিনি বললেন, দর্শকদের থেকে বেশি তো স্টেডিয়ামে নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন। স্টেডিয়ামে কোনও উত্তেজনা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ফাঁকা স্টেডিয়ামের দিকে তাকিয়ে একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচের তৃতীয় এবং চতুর্থ দিন ফ্রি এন্ট্রির ঘোষণা করেছে। প্রসঙ্গত, এই ম্যাচেক প্রথম দিনও বিনা পয়সায় মাঠে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু, তারপরও কেউ আগ্রহ দেখাননি।
ইতিপূর্বে, বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত টেস্ট সিরিজেও পাকিস্তানি দর্শকেরা তেমন কোনও আগ্রহ দেখাননি। এরপর পিসিবি টিকিটের দাম কমিয়ে ২৫ এবং ৫০ টাকা করে দিয়েছিল।
এই ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে মুলতানের পাটা উইকেটে ৫৫৬ রান তোলে। আবদুল্লাহ শফিক এবং শান মাসুদ পাকিস্তান টপ অর্ডারের দায়িত্ব গ্রহণ করেন। শফিক ১৮৪ বলে ১০২ রান করেন। অন্যদিকে, শান ১৭৭ বলে ১৫১ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দেন। এরপর সেঞ্চুরি করেন আগা সলমানও। তিনি ১১৯ বলে ১০৪ রান করেছেন। প্রথম ইনিংসে পাকিস্তান ১৪৯ ওভারে ৫৫৬ রানের বিশাল স্কোর খাড়া করেছে।
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দল ৫৬.১ ওভারে তিন উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে। জ্যাক ক্রাউলি ৮৫ বলে ৭৮ রান করেন। অধিনায়ক অলি পোপ রানের খাতা খুলতেই পারলেন না। তবে জো রুট ১৪৮ বলে ৮৬ রান করেছেন। তিনি এখনও ব্যাট করছেন। হ্যারি ব্রুক ৩২ বলে ৩২ রান করে অপরাজিত রয়েছেন।